নয়াদিল্লি : গভীর অর্থসঙ্কটের মধ্যে পদত্যাগ করলেন জেট ওয়ারওয়েজের চেয়ারম্যান নরেশ গোয়েল। রজ ছাড়লেন তাঁর স্ত্রী অনিতাও। এঁরাই ১৯৯৩ সালে জেটের প্রতিষ্ঠা করেন। জেটে তাঁদের ৫১ শতাংশ শেয়ারও তাঁরা কমিয়ে দিচ্ছেন।
তবে জেটের চিফ এক্সিকিউটিভ বিনয় দুবে পরিচালন বোর্ডে রয়ে যাচ্ছেন বলেই খবর। খবর পাওয়া যাচ্ছে, যারা জেটকে ধার দিযেছে তারা নরেশ গোয়েলের পুরো শেয়ারই নিয়ে নিতে চায়। তারপর জেটকে বিক্রির চেষ্টা করবে তারা। প্রায় ৭০০০ কোটি টাকার ঋণ রয়েছে জেটের ঘাড়ে। অর্থাভাবে কর্মীদের বেতন বকেয়া পড়ে রয়েছে। বসিয়ে দিতে হয়েছে ৪০ টি বিমান। ২০১৩ সালে এরকমই অর্থসঙ্কট থেকে বাঁচাতে এতিহাদ ২৪ শতাংশ শেয়ারের বিনিময়ে ৪১৩ কোটি টাকা জেটকে দিয়েছিল।