লকডাউনের আগে ছুটি নেওয়া কর্মচারীদের সুখবর শোনাল কেন্দ্র

 যেসমস্ত কর্মচারীরা সরকারী সফরে বা সরকারিভাবে ছুটিতে ছিলেন এবং লকডাউনের ফলে গণপরিবহণের অভাবে অফিসে আসতে পারেননি এবং তারা অফিসকে এবিষয়ে জানিয়েছেন,  এমন পরিস্থিতিতে ধরে নিতে হবে যে তারা নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরেই কাজে যোগ দিয়েছেন।

নয়াদিল্লি: সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর। কর্মরত যেসমস্ত সরকারি কর্মচারী লকডাউনের আগে থেকেই ছুটিতে ছিলেন বা সরকারি সফরে গিয়ে আটকে পড়েছিলেন এবং কাজে যোগ দিতে পারেননি, তাঁদের জন্য নিয়ম শিথিল করার কথা ঘোষণা করল কেন্দ্র৷

প্রয়োজনীয় অনুমতি নিয়ে ছুটিতে চলে গেলেও ভ্রমণ সম্পর্কিত বিধিনিষেধের কারণে কাজে যোগ দিতে পারেননি, এমন বেশ কয়েকজন কর্মীর তরফ থেকে এবিষয়ে খবর পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ এক্ষেত্রে বিষয়টি স্পষ্ট করতে কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগে নির্দেশিকা পাঠিয়েছে কর্মী মন্ত্রক। এছাড়াও, নির্দেশ দেওয়া হয়েছে যে তাঁরা যেন এই বিষয়ে ডিওপিটি (মন্ত্রকের অধীন কর্মী ও প্রশিক্ষণ বিভাগ)-র অপ্রয়োজনীয় রেফারেন্স না নেন৷

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, যেসমস্ত কর্মচারীরা সরকারী সফরে বা সরকারিভাবে ছুটিতে ছিলেন এবং লকডাউনের ফলে গণপরিবহণের অভাবে অফিসে আসতে পারেননি এবং তারা অফিসকে এবিষয়ে জানিয়েছেন,  এমন পরিস্থিতিতে ধরে নিতে হবে যে তারা নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরেই কাজে যোগ দিয়েছেন। অর্থাৎ, লকডাউনে আটকে পড়ার ফলে নির্ধারিত দিনে অফিসে যোগ দিতে না পারায় অতিরিক্ত যে দিনগুলি অফিসে আসতে পারেননি সেই দিনগুলি ওই ছুটির সঙ্গেই যুক্ত হয়ে যাবে। তবে যদি মেডিকেল ভিত্তিতে ছুটি নেওয়া হয় তবে মেডিকেল বা ফিটনেস সার্টিফিকেট জমা করতে হবে।

গত ২৫  মার্চ থেকে কার্যকর হওয়া দেশব্যাপী লকডাউন হওয়ার আগেই যে সমস্ত সরকারী কর্মচারীরা ছুটি নিয়েছিলেন তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। আবার, লকডাউনের আগে ২১ শে মার্চ (শনিবার) অফিস থেকে ফিরে যাওয়ার পর সরকারী পরিবহনের অভাবে যেসমস্ত সরকারী কর্মচারী ২৩ শে মার্চ অফিসে আসতে পারেননি এবং অফিসকে তা জানিয়েছিলেন, সেক্ষেত্রে ওই দিন তাঁরা অফিসে এসেছিলেন বলেই ধরে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =