নয়াদিল্লি: দীর্ঘ জট কাটিয়ে অবশেষে স্থায়ী অধিকর্তা নিয়োগ করল কেন্দ্র৷ অলোক ভার্মার উত্তরসূরি হচ্ছেন ঋষিকুমার শুক্লা৷ নতুন সিবিআই প্রধান হচ্ছেন ঋষিকুমার শুক্লা৷ এর আগে মধ্যপ্রদেশের ডিজি পদে কর্মরত ছিলেন শুক্লা৷ দু’বছরের জন্য তিনি অধিকর্তার পদে বসবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি ১৯৮৩ ব্যাচের এই আইপিএস অফিসারকে নিয়োগ করার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়৷ ওই কমিটিতে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও৷ মোট ১২ জন প্রার্থীর নামের মধ্যে থেকে উত্তরপ্রদেশের ডিজিকে বেছে নেওয়া হয়৷
সূত্রের খবর, ওই তালিকায় ছিলেন আইপিএস রিনা মিত্র৷ গুজরাত পুলিশের ডিজিপি শিবানন্দ ঝা ও এনআইএ-র ডিরেক্টর জেনারেল ওয়াইসি মোদী নামও উঠছে আসে৷ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ১৯৮২-১৯৮৫ ব্যাচের আইপিএস অফিসারদের একটি তালিকা তৈরি করে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে৷ ১২ জনের একটি শীর্ষ আইপিএস অফিসারদের তালিকা পাঠানো হয়েছে বলে খবর৷ যেখানে সিনিয়ারিটি, দুর্নীতির তদন্তে সাফল্য এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়৷সেই তালিকা থেকেই দেশের পরবর্তী সিবিআই কর্তাকে বেছে নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷
জানা গিয়েছে, ১২ জনের তালিকায় ছিল ১৯৮৩ ব্যাচের শিবানন্দ ঝা, যিনি গুজরাট পুলিসের ডিজিপি, বিএসএফের ডিরেক্টর জেনারেল রজনীকান্ত মিশ্র, সিআইএসএফের ডিরেক্টর জেনারেল রাজেশ রাজন, এনআইএ’র ডিরেক্টর জেনারেল ওয়াইসি মোদি এবং মুম্বই পুলিশ কমিশনার সুবোধ জয়সওয়ালের নাম৷
IPS Rishi Kumar Shukla has been appointed as the new Director, Central Bureau of Investigation (CBI) pic.twitter.com/uaT7gN6Nij
— ANI (@ANI) February 2, 2019