নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) যোজনার অধীনে দু’ধাপে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার তোড়জোড় শুরু করে দিল কেন্দ্র। প্রথম পর্যায়ে চার হাজার এবং দ্বিতীয় পর্যায়ে দু’হাজার টাকা দেওয়া হবে কৃষকদের।
কৃষিমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যগুলি কৃষকদের তালিকা গঠনের কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই প্রাপ্য কৃষকদের তালিকা চূড়ান্ত করা হবে। তবে লোকসভার ভোটের আগেই প্রথম ধাপের চার হাজার টাকা কৃষকরা পেয়ে যাবেন। গত ১ ফেব্রুয়ারি মোদি সরকারের অন্তর্বর্তী বাজেটে দেশের ছোট ও প্রান্তিক ১২ কোটি কৃষককে তিন ধাপে ৬ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অস্থায়ী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।