চাল-ডাল-তেলের উপর নিয়ন্ত্রণ তুলে নিল কেন্দ্র, লাগামছাড়া দাম বৃদ্ধির শঙ্কা

চাল-ডাল-তেলের উপর নিয়ন্ত্রণ তুলে নিল কেন্দ্র, লাগামছাড়া দাম বৃদ্ধির শঙ্কা

 

নয়াদিল্লি: বিরোধীশূন্য রাজ্যসভার অধিবেশনের সুযোগকে কাজে লাগাল নয়া বিল পাস করাল  শাসক বিজেপি৷ বিরোধীশূন্য অধিবেশনের সুযোগে ৭টি বিল পাস করিয়ে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার৷ ৭টি গুরুত্বপূর্ণ বিলের মধ্যে তাৎপর্যপূর্ণ ‘অত্যাবশ্যকীয় পণ্য (সংশোধনী) আইন’ পাস হয়ে গিয়েছে রাজ্যসভায়৷ এই বিল পাস হওয়ার কারণে আগামী দিনে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজের মতো পণ্য আর অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় থাকছে না৷ ফলে এই পণ্যগুলির উৎপাদন, মজুতদারি, রফতনি ও বিক্রি এবং কোনও ক্ষেত্রে সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকছে না৷

বিলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র আপৎকালীন পরিস্থিতিতে সরকার হস্তক্ষেপ করতে পারে৷ কিন্তু সাধারণ সময়ে এরকম কোনও লাগাম সরকারের হাতে আর থাকবে না৷ তালিকাভুক্ত যে কোনও খাদ্যপণ্য কিনে ইচ্ছে খুশি মজুত করা যাবে৷ বাজার বুঝে দাম হাঁকানোর সুযোগ থাকছে ব্যবসায়ীদের হাতে৷ রফতানিও হতে পারে দেদার৷ ওই পণ্যগুলি সরাসরি কর্পোরেট সংস্থাগুলি কিনতে পারবে বলেও ছাড়পত্র দিয়েছে কেন্দ্র৷ বিরোধীদের আশঙ্কা, এর ফলে প্রতি বছর কৃত্রিম খাদ্যের সঙ্কট সৃষ্টি হবে৷ লাগামছাড়াভাবে বেড়ে যেতে পারে খাদ্যপণ্যের দাম৷

মঙ্গলবার বিরোধীশূন্য রাজ্যসভায় একলাফে ৭টি বিল পাশ হয়েছে গিয়েছে৷ আইআইআইটি আইন (সংশোধনী) বিল থেকে শুরু করে ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল, কোম্পানিজ (সংশোধনী) বিল, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি বিল, রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় বিল ও ট্যাক্স ও অন্য আইন সংশোধনী বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *