দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন ভাবনা কেন্দ্রের, তুঙ্গে চর্চা

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন ভাবনা কেন্দ্রের, তুঙ্গে চর্চা

 

নয়াদিল্লি: দেশজুড়ে ক্রমশ বাড়ছে জনসংখ্যা৷ লাফিয়ে বাড়তে থাকা দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ এবার আইনের ভাবনা কেন্দ্রের৷ যদিও, এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা৷ সরকারের অন্দরেও চলছে আলোচনা৷

সূত্রের খবর, গোটা ভাবনাটি কার্যকর করতে প্রাথমিক ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে কেন্দ্র৷ যদিও, কেন্দ্রের এই ভাবনায় নীতিগতভাবে কোনও রাজনৈতিক দল তেমন কোনও আপত্তি তোলেনি৷ দেশের সম্পদ রক্ষার স্বার্থে সেটাই স্বাভাবিক৷ তবে, রাজনৈতিকদলগুলির আপত্তি না তুললেও বিষয়টি নিয়ে এতদিন অগ্রসর হয়নি কেন্দ্র৷ তবে, রাজ্যসভায় বিজেপি, কংগ্রেস সহ একাধিক সাংসদ প্রাইভেট মেম্বারস বিল পেশ করে ওই আইন আনার সপক্ষে মতামত জানিয়েছেন৷ নিজেদের মতপ্রকাশ করেছেন বিজেপি সাংসদ রাকেশ সিনহা ও কংগ্রেস সাংসদ অভিষেক মনুসিংভি৷

সূত্রের খবর, সরকারি স্তরে এখনও এই বিল তৈরি হয়নি৷ এবিষয়ে কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে আসা এখনই প্রয়োজন৷ মন্ত্রীর মন্তব্য, ‘‘আমাদের দেশে ক্রমশ  জনসংখ্যার তুলনায় সম্পদ কমছে৷ কাজ থেকে শুরু করে চাষের জমি, বসবাসের জায়গা দিনে দিনে কমে আসছে৷ আর তাতেই অর্থনীতর উপর বিপুল চাপ বৃদ্ধি পাচ্ছে৷ ফলে, ভারতের মতো বৃহত্তর জনসংখ্যার দেশগুলিতে এই আইনের অত্যন্ত প্রয়োজন৷’’চিনের প্রসঙ্গে টেনে মন্ত্রীর দাবি, চিন অনেক আগেই এই ব্যবস্থা কার্যকর করেছে৷ এখন সময় এসেছে ভারতের৷ ভারতও আইন নিগে আসবে৷ এই আইন হবে, টু চাইল্ড পলিসি৷

তবে, এর আগেও সংসদের উভয় কক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের  খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হলেও তা বেশি দূর এগোতে পারেনি৷ ওই প্রস্তাবে বলা হয়েছিল, দু’টির বেশি সন্তান হলে, তৃতীয় সন্তানকে শিক্ষা, সরকারি চাকরি, সামাজিক ও জনস্বার্থমূলক প্রকল্পের কোনও সুবিধা দেওয়া হবে না৷ আর এই প্রস্তাব নিয়ে কম বিতর্ক হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =