নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি: সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গড়ে কংগ্রেসকে বার্তা আগেই দিয়েছিলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসে নয়া চমক দিতে চলেছেন নমো৷ সূত্রের খবর, সরকারের ব্যাটন ধরতে না ধরতেই রাজনীতির ময়দানে সেরা চমক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নবগঠিত কেন্দ্রীয়

নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি: সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গড়ে কংগ্রেসকে বার্তা আগেই দিয়েছিলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসে নয়া চমক দিতে চলেছেন নমো৷ সূত্রের খবর, সরকারের ব্যাটন ধরতে না ধরতেই রাজনীতির ময়দানে সেরা চমক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

মনে করা হচ্ছে, আগামী ২১ অক্টোবর দিনটিকে জাতীয় স্তরে আজাদ হিন্দ দিবস হিসেবে পালনের মধ্যে দিয়ে এই ঘোষণা করতে পারে মোদি সরকার৷ ২১ অক্টোবর দিনটি দেশের ইতিহাসে বিশেষ দিন৷ ১৯৪৩ সালের ওই দিন সিঙ্গাপুরে স্বাধীন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু৷ ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী স্বীকৃতি দেওয়া হতে পারে৷ এই দিনটিকে স্মরণ করে জাতীয় পতাকা তুলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রশ্ন উঠছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজিকে স্বীকৃতি দেওয়া কি সম্ভব? তিনি শহিদ স্বরাজ দ্বীপ বা আন্দামান নিকোবর ও ইম্ফলে জাতীয় পতাকা তুলেছিলেন৷ তাঁর অস্থায়ী সরকার ১৯৪৩ সালে গঠিত হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, জাপান-সহ ৯টি দেশ তাকে স্বীকৃতিও দিয়েছিল৷ নেতাজির স্বীকৃতির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে এই ৯টি দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা ও সম্মতি চাইতে হতে পারে কেন্দ্রীয় সরকারকে৷ তার পরই হতে পারে এই ঘোষণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =