অনির্দিষ্টকাল লকডাউন সমাধান নয়, বিকল্প খুঁজছে কেন্দ্র

অনির্দিষ্টকাল লকডাউন সমাধান নয়, বিকল্প খুঁজছে কেন্দ্র

Lockdown

নয়াদিল্লি: করোনা রুখতে লকডাউন ঘোষণা হলেও কমেনি প্রভাব৷ উল্টে মুখ থুমড়ে পড়েছে দেশের অর্থনীতিকমতে পারে জাতীয় বৃদ্ধির হার৷ মার খাচ্ছে মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ৷ কাজ হারিয়েছেন কয়েক লক্ষ শ্রমিক৷ দেশে ৪ জনের মধ্যে ১ জন কর্মহীন হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনির্দিষ্টকাল লকডাউন চালানো সম্ভব না বলে মনে করছে কেন্দ্র৷ ফলে, বিকল্প ব্যবস্থা করতে মরিয়া সন্ধান শুরু করছে কেন্দ্রীয় সরকার৷

আর এক সপ্তাহ পর শেষ হচ্ছে লকডাউনের তৃতীয় দফার সময়সীমা৷ তৃতীয় দফার পর কীভাবে বেহাল অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব? পরবর্তী পদক্ষেপ কী হবে? দিশাহারা কেন্দ্র খুঁজছে পথ৷ ইতিমধ্যেই লকডাউন শিথিল করা নিয়ে রাজ্যগুলির মতামত জানতে রবিবার সকাল ১১টায় প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা৷ লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কেমন করে স্বাভাবিক করা হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা৷ এইমস ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া ও মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, লকডাউন অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না৷ ফলে, দেশবাসীকে আরও সতর্ক হতে হবে৷ গাইডলাইন মেনে চলার জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =