নতুন ড্রাইভিং লাইসেন্সের নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: গোটা দেশে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশানে একই নিয়ন প্রযোজ্য হবে। আগামী পয়লা অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হবে৷ ঠিক এমনটাই জানিয়েছে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক৷ নতুন নিয়মে সব রাজ্যের গাড়ির রেজিস্ট্রেশান ও ড্রাইভিং লাইসেন্স একই রকম দেখতে হবে৷ সঙ্গে থাকবে একটি QR কোড৷ ১০ বছর পর্যন্ত এই কোড স্ক্যান করে চালকের জরিমানার

নতুন ড্রাইভিং লাইসেন্সের নিয়মে পরিবর্তন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: গোটা দেশে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশানে একই নিয়ন প্রযোজ্য হবে। আগামী পয়লা অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হবে৷ ঠিক এমনটাই জানিয়েছে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক৷ নতুন নিয়মে সব রাজ্যের গাড়ির রেজিস্ট্রেশান ও ড্রাইভিং লাইসেন্স একই রকম দেখতে হবে৷ সঙ্গে থাকবে একটি QR কোড৷ ১০ বছর পর্যন্ত এই কোড স্ক্যান করে চালকের জরিমানার পূর্ণাঙ্গ তথ্য দেখা যাবে৷

নতুন নিয়মে একটি কেন্দ্রীয় ডেটাবেসে সব গাড়ি ও ড্রাইভারের তথ্য সঞ্চিত থাকবে। ট্রাফিক পুলিশের কাছে একটি ডিভাইস থাকবে। এই ডিভাইস ব্যবহার করে এই QR কোড স্ক্যান করলেই ড্রাইভারের সব তথ্য জানা যাবে। NFC এর মতো কমিউনিকেশান প্রযুক্তি ব্যবহার হবে এই লাইসেন্সে। এখন যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, তার রঙ কয়েক বছর পরেই আবছা হয়ে যায়। নতুন ড্রাইভিং লাইসেন্সে উন্নত রঙ ব্যবহার করবে কেন্দ্র। যার ফলে সহজে এই কার্ডের লেখা আবছা হবে না। কার্ডে থাকবে আপতকালীন মোবাইল নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =