গুজবের সন্ধানে নতুন আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি : সোশ্যাল দুনিয়ায় গুজবের সন্ধান পেতে নয়া উদ্যোগ নিচ্ছে কেন্দ্র৷ আসতে চলছে নয়া আইন৷ নয়া আইনে গুজব রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত মিলিছে৷ কীভাবে গুজব রোখা যায়, তা মতামতা জানতে চেয়ে সোশ্যাল মিডিয়াগুলির রিপোর্ট তলব করা হয়েছে৷ অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নয়া ব্যবস্থা আনছে কেন্দ্র৷ সেক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টেও নাক গলানো

গুজবের সন্ধানে নতুন আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি : সোশ্যাল দুনিয়ায় গুজবের সন্ধান পেতে নয়া উদ্যোগ নিচ্ছে কেন্দ্র৷ আসতে চলছে নয়া আইন৷ নয়া আইনে গুজব রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত মিলিছে৷ কীভাবে গুজব রোখা যায়, তা মতামতা জানতে চেয়ে সোশ্যাল মিডিয়াগুলির রিপোর্ট তলব করা হয়েছে৷ অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নয়া ব্যবস্থা আনছে কেন্দ্র৷

সেক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টেও নাক গলানো হতে পাকে বলেও আশঙ্কা তৈরি হয়েছে৷ তবে, ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে এনক্রিপশন ব্যবহার করে সংস্থা তাতে কোনও রদবদল করবে না বলেও জানানো হয়েছে৷ আর এরই মাধ্যমে গুজবের সন্ধান মিলতে পারে বলে আশা প্রকাশ করছে কেন্দ্র৷ তবে, এই ব্যবস্থা চালু হলে নেট দুনিয়ায় কোনও ব্যক্তির তথ্য আর গোপন থাকবে না বলেও কোনও কোনও মহল মনে করছে৷ এই মাধ্যমে কেন্দ্র সরাসরি কোনও ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়াতে পারবে বলে অনেকের আশঙ্কা৷ গুজব রোখার নামে এই ব্যবস্থা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *