১ এপ্রিল থেকে শুরু জনগণনার কাজ, দিতে হবে ৩১টি তথ্য

১ এপ্রিল থেকে শুরু জনগণনার কাজ, দিতে হবে ৩১টি তথ্য

নয়াদিল্লি: আর কয়েকটা দিন। তারপর পূর্বঘোষণা অনুযায়ী শুরু হবে জনগণনা। ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই জনগণনার কাজ চলবে। কানাঘুষো হয়তো আপনিও শুনেছেন, অন্যান্যবারের জনগণনার মতো নয়, এবারে জনগণনায় রয়েছে বেশ কিছু নতুন বিষয়।  দিতে হবে ৩১টি তথ্য। কিন্তু কীভাবে চলবে এই প্রক্রিয়া? কী, কী তথ্য দিতে হবে আপনাকে?

এবারের জনগণনা হবে সম্পূর্ণ প্রযুক্তি-নির্ভর। খাতায় কলমের পরিবর্তে মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেটেই আপলোড করা হবে তথ্য, সূত্রের খবর। প্রয়োজনে মোবাইল আপ্লিকেশনের সাহায্য নেওয়া হতে পারে। তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি এসে সংগ্রহ করবেন এই তথ্য।  রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশন তাদের এক বিজ্ঞপ্তিতে কী ধরনের প্রশ্ন থাকতে পারে এই প্রক্রিয়ায়, সেই সম্পর্কে সম্যক ধারণাও দিয়েছে। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩১টি প্রশ্নের কথা বলা হয়েছে।

বাড়ির মালিকানা, কী ধরনের মালিকানা, কতজন বসবাস করেন, তাদের মধ্যে কতজন বিবাহিত এই তথ্য ছাড়াও বাড়ির জল সরবরাহ, এলপিজি কানেকশন, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্ট ফোন, সাইকেল, মোটরসাইকেল, চার চাকা গাড়ি, রেডিও, টিভি, ল্যাপটপ, কম্পিউটার রয়েছে কি না তা জানতে চাওয়া হবে। তাছাড়া বাড়িতে ইন্টারনেট পরিষেবা রয়েছে কি না সেই সম্পর্কেও তথ্য নেওয়া হবে জনগণনার সময়। নেওয়া হবে বাড়ির প্রধানের মোবাইল নম্বরও। সংবাদসূত্রের দাবি, জনগণনার পাশাপাশি জাতীয় জনসংখ্যা নথিভুক্তকরণের কাজও করতে পারে কেন্দ্র সরকার।

গত বছরের ৩১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাতীয় জনসংখ্যাপঞ্জি নবীকরণের বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল। ওই বছরেই ডিসেম্বর মাসে সেই খাতে ৩৯৪১.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনকী, এনপিআর প্রক্রিয়া যে জনগণনার সঙ্গে যৌথ ভাবে করা হবে, সেই কথাও বলা হয়েছে। তবে এই বিষয়েও প্রশ্ন উঠেছে, জনগণনার তথ্য সাধারণত গোপন থাকে। কিন্তু এনপিআর তথ্য কি গোপন থাকবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *