উন্নাও-কাণ্ডের তদন্তে সিবিআই, নির্যাতিতার চিঠি না পেয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

লখলউ: দীর্ঘ বিতর্কের পর অবেশেষে ঘুম ভাঙল যোগী সরকারের৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নির্যাতিতাকে গাড়ি পাচা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে গোটা দেশজুড়ি তৈরি হয়েছে৷ অস্বস্তিতে বিজেপি সরকার৷ মুখ পুড়েছে কেন্দ্রেরও৷ দেশজুড়ে ছড়িয়ে পড়া বিতর্কে জল ঢালতে অবশেষে উন্নাওয়ে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্ত গেল সিবিআইয়ের হাতে৷ অন্যদিকে, খুনের আশঙ্কা প্রকাশ করা নির্যাতিতার চিঠি

উন্নাও-কাণ্ডের তদন্তে সিবিআই, নির্যাতিতার চিঠি না পেয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

লখলউ: দীর্ঘ বিতর্কের পর অবেশেষে ঘুম ভাঙল যোগী সরকারের৷ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নির্যাতিতাকে গাড়ি পাচা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে গোটা দেশজুড়ি তৈরি হয়েছে৷ অস্বস্তিতে বিজেপি সরকার৷ মুখ পুড়েছে কেন্দ্রেরও৷ দেশজুড়ে ছড়িয়ে পড়া বিতর্কে জল ঢালতে অবশেষে উন্নাওয়ে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্ত গেল সিবিআইয়ের হাতে৷ অন্যদিকে, খুনের আশঙ্কা প্রকাশ করা নির্যাতিতার চিঠি ঘিরেও তীব্র উষ্মা প্রকাশ করেছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উন্নাওয়ে ধর্ষিতার লেখা চিঠি কেন তাঁর কাছে পৌঁছয়নি তা সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ গত ১২ জুলাই নির্যাতিতা খুনের আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতিকে চিঠি পাঠান৷ এই ঘটনার প্রকাশ্যে আসার পর বিচারপতি গগৈ বলেন, তিনি মঙ্গলবার পর্যন্ত এমন কোনও চিঠি পাননি৷ এতে প্রচণ্ড ক্ষুব্ধ তিনি৷ জানান, এটা দুর্ভাগ্যজনক৷ কেন তাঁকে ওই চিঠি দেওয়া হয়নি, তারও ব্যাখ্যা চান তিনি৷

অন্যদিকে, গাড়ি দুর্ঘটনায় উন্নাওয়ের নির্যাতিতাকে খুনের চেষ্টার ঘটনার তদন্তের জন্য নিজেদের হাতে নিয়েছে সিবিআই৷ সিবিআই অভিযুক্ত বিজেপির বিধায়ক কুলদীপ সেঙ্গরের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েক করেছে৷ কুলদীপ ছাড়াও আরও ২০ জনের নাম দায়ের হয়েছে মামলা৷ গত রবিবার ওই দুর্ঘটনায় গাড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ২ জনের৷ তাঁদের একজন ছিলেন গুরুত্বপূর্ণ সাক্ষী৷ গুরুতর আহত ওই ধর্ষিতা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *