নয়াদিল্লি: একগুচ্ছ দাবির ভিত্তিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের৷ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের তরফে দিল্লিতে শ্রমিক-কর্মচারী জাতীয় মুক্তি কনভেনশন আয়োজন করা হয়৷ সেই মঞ্চ থেকে আগামী ৮ জানুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৮ জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হবে৷ সেখানে মোদি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ ও ১২ দফা দাবিকে সামনে রেখে শ্রমিক ধর্মঘট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে৷ ১২টি দাবির মধ্যে অন্যতম, ন্যূনতম ১৮ টাকার মাসিক বেতন, সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ বন্ধ করা ও শ্রমিকদের সামাজিক সুরক্ষা-সহ একাধিক দাবি তোলা হচ্ছে৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির তরফে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলগুলির সমর্থন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে৷ জানিয়েছে, ইতিমধ্যে সিপিএম, সিপিআইএম, সিপিআইএমএল, কংগ্রেস-সহ বেশ কয়েকটি দল এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে৷ তবে প্রস্তাব না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ধর্মঘটে কোনও পার্টি মন্তব্য করতে চাইনি৷