ভারত-চিন সংঘাত: সেনাকে পূর্ণ স্বাধীনতা, রাজ্যে হাই অ্যালার্ট, গভীর রাতে জরুরি বৈঠক

ভারত-চিন সংঘাত: সেনাকে পূর্ণ স্বাধীনতা, রাজ্যে হাই অ্যালার্ট, গভীর রাতে জরুরি বৈঠক

নয়াদিল্লি: করোনা আবহে ক্রমাগত বেড়ে চলেছে ভারত-চিন সংঘাত৷ লাদাখ সীমান্তে দুই বাহিনীর মুষ্টিযুদ্ধের উত্তাপ এবার প্রভাব পড়তে শুরু করেছে দুই দেশের কূটনৈতিক অবস্থানের উপর৷ বিনা প্ররোচনায় চিনা বাহিনীর হামলায় ইতিমধ্যেই ভারতের ২০ জন জন জওয়ান শহিদ হয়েছেন৷ পাল্টা জবাবি হামলায় আহত ও নিহত হয়েছে ৪৩ জন চিনা জওয়ান৷ আর এই পরিস্থিতি দাঁড়িয়ে গভীর রাতে নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জারি হয়েছে হাই অ্যালার্ট৷

লাদাখে চিনা বাহিনীর তাণ্ডবের বিষয়টি নিয়ে গভীর রাত পর্যন্ত জরুরি বৈঠকে বসে নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট কমিটি৷ সমস্ত দিক খতিয়ে দেখে ভারতীয় সেনার উপর সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ ভারতের ভূখণ্ডে চিনা আগ্রাসন মানবে না ভারত৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন সীমান্ত লাগোয়া সমস্ত রাজ্যকে অ্যালার্ট করা হয়েছে৷ প্রস্তুত থাকতে বলা হয়েছে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বাহিনী বা আইটিবিপি’র জওয়ানদের৷ অরুণাচল, উত্তরাখণ্ড হিমাচল, সিকিম সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর দপ্তর৷

গতকাল গভীর রাত পর্যন্ত নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট কমিটি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে৷ পরিস্থিতি বুঝে সেনাবাহিনীকে সমস্ত রকমের সিদ্ধান্ত নিতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে৷ কোনভাবেই ভারতের সীমানায় চিনা দখলদারি মানা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =