অরুণাচল প্রদেশ : ক্ষোভের আগুনে জ্বলছে অরুণাচল প্রদেশ। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাতভর চলে বিক্ষোভ-ভাঙচুর। রবিবার রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী চাওমা মিয়েনের বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর বাড়ির সামনেও ব্যাপক বিক্ষোভ দেখায় জনতা। পরিস্থিতি মোকাবিলায় পুলিস লাঠি চালালে আরও রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উন্মত্ত জনতাকে রুখতে পুলিস গুলি চালিয়েছে বলেও সূত্রের খবর। পুলিসের গুলিতে এখনও পর্যন্ত ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।
সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।উপজাতিদের স্বীকৃতি নিয়ে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশ। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। নামসাই ও চাংল্যাং সম্প্রদায়কে অরুণাচল প্রদেশের স্থায়ী বাসিন্দার স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ৪৮ ঘণ্টার বনধ ডাকে স্থানীয় ছাত্র সংগঠনগুলি। তাদের দাবি, এই ২ উপজাতিরা অরুণাচলের স্থায়ী বাসিন্দা নন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তাদের স্বীকৃতির দাবিতে বিক্ষোভে নামে উপজাতিরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হস্তক্ষেপ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। পরিস্থিতি আয়ত্তে আনতে মোতায়েন করা হয়েছে সেনা। চলছে গুলি। পরিস্থিতি মোকাবিলায় ইটানগর ও লাগোয়া এলাকায় কার্ফু জারি করা হয়েছে।