নববধূদের কুমারীত্বের পরীক্ষা, উদ্বেগ মহিলা কমিশনের

নয়াদিল্লি: মহারাষ্ট্রে কঞ্জরভাট সম্প্রদায়ের নববধূদের কুমারীত্বের পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)৷ এই রীতিকে মানবাধিকার লঙ্ঘন ও নারীবিদ্বেষী বলে আখ্যা দিয়েছে কমিশন৷ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্যে মহারাষ্ট্রের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী পঙ্কজা মুণ্ডেকে চিঠি দিয়ে এই প্রথা বন্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন৷ ওই প্রথার মদতদাতাদের চিহ্নিত করে তাদের

57a7f5493bf03a8d1304c994dbdff6f2

নববধূদের কুমারীত্বের পরীক্ষা, উদ্বেগ মহিলা কমিশনের

নয়াদিল্লি: মহারাষ্ট্রে কঞ্জরভাট সম্প্রদায়ের নববধূদের কুমারীত্বের পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)৷ এই রীতিকে মানবাধিকার লঙ্ঘন ও নারীবিদ্বেষী বলে আখ্যা দিয়েছে কমিশন৷

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্যে মহারাষ্ট্রের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী পঙ্কজা মুণ্ডেকে চিঠি দিয়ে এই প্রথা বন্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন৷ ওই প্রথার মদতদাতাদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ারও আর্জি জানান তিনি৷ সম্প্রতি নিজেদের সম্প্রদায়ের পুরনো প্রথার বিরোধিতা করে গণপিটুনির শিকার হন তিন যুবক৷ এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচৈই পড়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *