ফের মোদির ডাকা বৈঠক বয়কট মমতার, লিখলেন চিঠি

নয়াদিল্লি: ‘এক দেশ, এক কর’ ব্যবস্থা চালু করতে গিয়ে কম সমালোচনার মুখোমুখি হতে হয়নি মোদিকে৷ এবার ‘এক দেশ এক নির্বাচন’ চালু করতে বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গোটা দেশজুড়ে এই ব্যবস্থা আদৌ চালু করা যায় কি না, তা জানতে আগামী ১৯ জুন সর্বদলীয় বৈঠক ডাকেছেন নমো৷ মতামত জানাতে তৃণমূলকেও ওই বৈঠকে ডাকা হয়৷ কিন্তু, মোদির

ফের মোদির ডাকা বৈঠক বয়কট মমতার, লিখলেন চিঠি

নয়াদিল্লি: ‘এক দেশ, এক কর’ ব্যবস্থা চালু করতে গিয়ে কম সমালোচনার মুখোমুখি হতে হয়নি মোদিকে৷ এবার ‘এক দেশ এক নির্বাচন’ চালু করতে বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গোটা দেশজুড়ে এই ব্যবস্থা আদৌ চালু করা যায় কি না, তা জানতে আগামী ১৯ জুন সর্বদলীয় বৈঠক ডাকেছেন নমো৷ মতামত জানাতে তৃণমূলকেও ওই বৈঠকে ডাকা হয়৷ কিন্তু, মোদির ডাকা ওই বৈঠকে তৃণমূল যাচ্ছে বলেই আজ চিঠি লিখে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এর আগেও মোদির শপথ অনুষ্ঠান বয়কট করেন মুখ্যমন্ত্রী৷ জের রেশ পৌঁছে যায় নীতি আয়োগের টেবেলেও৷ নীতি আয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সেই বৈঠকও বাতিল করেন মুখ্যমন্ত্রী৷ পরে, ‘এক দেশ এক নির্বাচন’ চালু করাতে লোকসভা ও রাজ্যসভায় রাজনৈতিক দলগুলির প্রধানকে ডেকে বৈঠক করার কথা জানান মোদি৷ সেই মর্মে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়৷ কিন্তু, আজ দুপুরে মোদিকে চিঠি লিখে বৈঠক বয়কটের কথা ঘোষণা করেন মমতা৷

বুধবারের এই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদের উপস্থিতি থাকাতে আর্জি জানানো হয়েছে নরেন্দ্র মোদির দপ্তরের তরফে৷ সূত্রের খবর, সাংসদের নিজস্ব মতামত জানার পর বিষয়টি আগামী বাদল অধিবেশনে তুলতে পারেন মোদি৷ বিষয়টি নিয়ে আলোচনার পরই তা সংসদে উঠতে পারে৷ তবে, সংসদে এই মর্মে যদি কেন্দ্র বিল আনার চেষ্টা করে তা খুব সহজেই লোকসভায় পাশ হয়ে যেতে পারে৷ তবে, রাজ্যসভায় বাধার মুখোমুখি হলেও ২০২১-এর মধ্যে তা কাটিয়ে উঠতে পারবে কেন্দ্রের মোদির সরকার৷ কেননা, লোকসভায় একই ৩০০ বেশি আসন দখলে রেখে বিজেপি৷ রাজ্যসভায় আগামী ২০২১ সালের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা আদায়ের করে নিতে পারে বিজেপি৷ এই মুহূর্তে ২৪৫ আসনের মধ্যে রাজ্যসভায় এনডিএ জোটের হাতে রয়েছে ৯৯টি আসন৷ সংখ্যাগরিষ্ঠতা জন্য প্রয়োজন ১২৪৷ এবারের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩০৩টি আসন৷ এনডিএ জোট পয়েছে ৩৫৩টি আসন৷ ফলে, রাজ্যসভার আসন বণ্টনের নিরিখে বিজেপি আগামী ২১ সালের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে৷ ফলে, সংসদরের দুই কক্ষে বিল পাশ করাতে কোনও চিন্তা করতেই হবে না মোদি-শাহদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =