রাজ্যপালের পদে বসে কাশ্মীরীদের বয়কটের ডাক তথাগতের

মেঘালয়: ফের বিতর্কে তথাগত রায়। তিনি এখন মেঘালয়ের রাজ্যপাল। তিনি কাশ্মীরী জিনিসপত্র বয়কট করতে আহ্বান জানিয়েছেন। জনগণকে কাশ্মীরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন। তিনি সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্নেলের আবেদনের উল্লেখ করে বলেছেন, আগামি দু’বছর অমরনাথে যাবেন না। যারা প্রতিবছর শীতে আসে সেই কাশ্মীরীদের কাছ থেকে জিনিস কিনবেন না। কাশ্মীরের সবকিছু বয়কট করুন। তথাগতবাবুর সংযোজন, আমি এতে

রাজ্যপালের পদে বসে কাশ্মীরীদের বয়কটের ডাক তথাগতের

মেঘালয়: ফের বিতর্কে তথাগত রায়। তিনি এখন মেঘালয়ের রাজ্যপাল। তিনি কাশ্মীরী জিনিসপত্র বয়কট করতে আহ্বান জানিয়েছেন। জনগণকে কাশ্মীরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন। তিনি সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্নেলের আবেদনের উল্লেখ করে বলেছেন, আগামি দু’বছর অমরনাথে যাবেন না। যারা প্রতিবছর শীতে আসে সেই কাশ্মীরীদের কাছ থেকে জিনিস কিনবেন না। কাশ্মীরের সবকিছু বয়কট করুন।

তথাগতবাবুর সংযোজন, আমি এতে রাজি। এই মন্তব্যে ক্ষিপ্ত ওমর আবদুল্লা টুইটে লিখেছেন, বিদ্যুতের জন্য কাশ্মীরের নদীর জল ব্যবহার করছেন কেন তথাগত। সেটাও বন্ধ করে দিন। এইসব অসহিষ্ণুদের জন্যই আজ কাশ্মীর রসাতলে যাচ্ছে। তৈারা কাশ্মীর চায়, কাশ্মীরীদের চায় না। বর্ষীয়ান সাংবাদিক শেখর গুপ্ত বলেছেন, কোন সংবিধান রক্ষার শপথ নিয়ে তথাগতবাবু রাজ্যপাল হয়েছিলেন? আমার পড়া সংবিধানে আছে, কাশ্মীর ভারতের অচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীরীরা আমাদের সহ নাগরিক। পরে নিজের মন্তব্যের সমর্থনে তথাগত ফের লিখেছেন, ভারতীয় সেনাদের হত্যা ও সাডে় তিন লাখ কাশ্মীরী পণ্ডিতকে তাড়িয়ে দেওয়ার পর তিনি একটি অহিংস পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =