বাবার চিতায় আগুন দিয়ে সেনায় যোগ দেওয়ার শপথ ছেলের

জয়পুর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ রাজস্থানের গোবিন্দপুরা গ্রামের বাসিন্দা রোহিতাশ লাম্বা। গত সপ্তাহেই নিজের দু’মাসের পুত্রের জন্মের পরের অনুষ্ঠানে অংশ নিতে নিজের গ্রামে গিয়েছিলেন তিনি। শহিদ রোহিতাশের বাবা বাবুলাল পেশায় কৃষক, বাড়িতে আছে আরও একজন ছোট ভাই। ২০১৩ সালে সিআরপিএফে যোগ দেন তিনি। রোহিতাশের মৃত্যুর খবর আসতেই শোকে স্তব্ধ তাঁর গোটা গ্রাম। অন্যদিকে ধৌলপুরের

বাবার চিতায় আগুন দিয়ে সেনায় যোগ দেওয়ার শপথ ছেলের

জয়পুর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ রাজস্থানের গোবিন্দপুরা গ্রামের বাসিন্দা রোহিতাশ লাম্বা। গত সপ্তাহেই নিজের দু’মাসের পুত্রের জন্মের পরের অনুষ্ঠানে অংশ নিতে নিজের গ্রামে গিয়েছিলেন তিনি। শহিদ রোহিতাশের বাবা বাবুলাল পেশায় কৃষক, বাড়িতে আছে আরও একজন ছোট ভাই। ২০১৩ সালে সিআরপিএফে যোগ দেন তিনি। রোহিতাশের মৃত্যুর খবর আসতেই শোকে স্তব্ধ তাঁর গোটা গ্রাম।

অন্যদিকে ধৌলপুরের বাসিন্দা ভাগীরথেরও মৃত্যু হয়েছে কাশ্মীরের এই সন্ত্রাসবাদী হামলায়। গত ১৭ জানুয়ারি নিজের গ্রাম জেতপুরে ছুটি কাটাতে এসেছিলেন। মাত্র বছর চারেক আগেই বিয়ে করেন ভাগীরথ। কোটার বাসিন্দা হেমরাজ মিনাও সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছেন। ২০০১ সালে হেমরাজ সিআরপিএফে ভর্তি হন। তাঁর মৃতু নিয়ে প্রচুর ক্ষোভ রয়েছে তাঁর পরিবারের পরিজনদের মধ্যে। সকলেই বলছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে এই সন্ত্রাসবাদ ইচ্ছাকৃতভাবেই জিইয়ে রাখা হয়েছে। তাদের দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে, সন্ত্রাসবাদীদের নির্মূল করুক ভারত সরকার৷

হেমরাজের বছর ছয়েকের ছেলে ঋষভও বাবার মতোই বড় হয়ে পুলিশ বা সেনাবাহিনীতে যোগ দিতে চায়। কিন্তু বড় হয়েছেন তাঁর মেয়ে রীনা। হত্যালীলার নেপথ্যে থাকা রাজনীতির লড়াই খানিক বুঝতে পারে সেও, দেশের রাজনীতিবিদদের নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর কন্যা। রীনা বলছেন, “এখন সব নেতা ও দায়িত্বশীল লোকেরা আসবেন এবং বড় বড় কথা বলবেন, কিন্তু সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে কোনও পদক্ষেপই করবেন না।” হেমরাজের বাবাও একই মনোভাব পোষণ করেন। হেমরাজ একা মারা গিয়েছেন ঠিকই, কিন্তু বাবাকে হারিয়ে প্রায় অনাথ হয়েছে তাঁর ৪ সন্তান। বাড়িতে চার ভাইয়ের মধ্যে হেমরাজই ছিলেন দ্বিতীয়। চাষবাসের কাজ করেই জীবন চালান এই পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =