গুগল ইন্ডিয়ার শীর্ষ পদে বসলেন এই বলিউড অভিনেত্রী

মুম্বই : গজলপ্রিয় শ্রোতাদের কাছে ‘ঘর সে নিকলতে হি’ অল টাইম ফেভারিট। ‘পাপা ক্যাহেতে হে’ ছবির একটি জনপ্রিয় গান এটি। ছবির নায়িকা ময়ুরী কঙ্গো। সবার মনে প্রশ্ন জাগছে তো কেন এই নাযিকার কথা বলছি। কারণ সম্প্রতি এই নায়িকাকেই নাকি গুগল ইন্ডিয়ার এজেন্সি বিজনেসের ইন্ডাস্ট্রি হেড পদে নিয়োগ করা হয়েছে। তবে ময়ূরী কঙ্গো শুধু অভিনেত্রী নন,

গুগল ইন্ডিয়ার শীর্ষ পদে বসলেন এই বলিউড অভিনেত্রী

মুম্বই : গজলপ্রিয় শ্রোতাদের কাছে ‘ঘর সে নিকলতে হি’ অল টাইম ফেভারিট। ‘পাপা ক্যাহেতে হে’ ছবির একটি জনপ্রিয় গান এটি। ছবির নায়িকা ময়ুরী কঙ্গো। সবার মনে প্রশ্ন জাগছে তো কেন এই নাযিকার কথা বলছি। কারণ সম্প্রতি এই নায়িকাকেই নাকি গুগল ইন্ডিয়ার এজেন্সি বিজনেসের ইন্ডাস্ট্রি হেড পদে নিয়োগ করা হয়েছে।

তবে ময়ূরী কঙ্গো শুধু অভিনেত্রী নন, মেধাবী ছাত্রীও। অভিনয় থেকে কিছুটা সময় বিরতি নিয়ে তিনি কানপুর আইআইটিতে ভর্তি হন। ২০০৩ সালে পুরোপুরি অভিনয় থেকে সরে আসেন তিনি। তারপর বিয়ে করে আমেরিকা চলে যান তিনি। প্রথমে তিনি পারফরমিক্স রেজাল্ট্রিক্সের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। জেনিথেও কাজ করেছেন চিফ ডিজিটাল অফিসার হিসেবে। এখন সেই ময়ূরী কঙ্গোই গুগল ইন্ডিয়ার এজেন্সি বিজনেসের ইন্ডাস্ট্রি হেড পদে বহাল। তবে শুধু ‘পাপা ক্যাহেতে হ্যায় নয়’, জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘নাসিম’, ‘বেতাবি’, ‘বাদল’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fifteen =