মমতার অস্বস্তি বাড়িয়ে দিল্লিতে পাল্টা কৌশল বঙ্গ বিজেপি নেতৃত্বের

নয়াদিল্লি: আজ বিকেলে মোদি-মমতার বৈঠকের পাল্টা কৌশল নিল বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ তৃণমূল সুপ্রিমোকে অস্বস্তিতে ফেলতে পাল্টা কর্মসূচি বিজেপি নেতৃত্বের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়ির অদূরে বৈঠকে বসছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ মুকুল রায়, অর্জুন সিং শঙ্কুদেব পান্ডারা দিল্লিতে বৈঠকে বসেছেন বলে খবর৷ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে উঠেছেন, তার পাশের বাড়িতে বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতৃত্ব৷

মমতার অস্বস্তি বাড়িয়ে দিল্লিতে পাল্টা কৌশল বঙ্গ বিজেপি নেতৃত্বের

নয়াদিল্লি: আজ বিকেলে মোদি-মমতার বৈঠকের পাল্টা কৌশল নিল বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ তৃণমূল সুপ্রিমোকে অস্বস্তিতে ফেলতে পাল্টা কর্মসূচি বিজেপি নেতৃত্বের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়ির অদূরে বৈঠকে বসছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ মুকুল রায়, অর্জুন সিং শঙ্কুদেব পান্ডারা দিল্লিতে বৈঠকে বসেছেন বলে খবর৷ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে উঠেছেন, তার পাশের বাড়িতে বৈঠক করবেন রাজ্য বিজেপি নেতৃত্ব৷ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন৷

জানা গিয়েছে, মোদির সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যেই দিল্লি সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে৷ আগামী ২০ সেপ্টেম্বর ফিরবেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ কেননা, সারদা মামলায় রাজীব কুমারকে নিয়ে সিবিআই তৎপরতা শুরু হওয়ার পরপরই এবার মোদি মমতার বৈঠক শুরু হয়েছে নয়া কৌতুহল৷

এই প্রথম প্রায় আড়াই বছর পর মোদি মমতা একসঙ্গে মুখোমুখি হতে চলেছেন৷ কিন্তু, হঠাৎ কেন এই সফর? তাও আবার রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, মমতার এই সফর বেশ তাৎপর্য পূর্ণ বলেও মনে করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছে, কেন্দ্রের থেকে পাওনা টাকা আদায় করতে মোদির সঙ্গে এই বৈঠক৷ ওই বৈঠকে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে হতে পারে আলোচনা৷ এছাড়াও, মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলেও সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =