আস্থাভোট না হতেই রাতভর ধর্নায় বসল বিজেপি

কর্ণাটক: কর্ণাটকে আস্থাভোট না হয়েই মুলতুবি হয়ে গেল আজ বিধানসভা৷ এর জেরে বিধানসভায় রাতভোর ধর্নায় বসল বিজেপি৷ গেরুয়া শিবিরের, দাবি স্পিকারকে রাজ্যপালের চিঠির উত্তর দিয়ে ফ্লোর টেস্টের ব্যবস্থা করতে হবে৷ Bengaluru: BJP MLAs inside the state Assembly after the House was adjourned for the day. They are on an over night ‘dharna’ demanding that the

আস্থাভোট না হতেই রাতভর ধর্নায় বসল বিজেপি

কর্ণাটক: কর্ণাটকে আস্থাভোট না হয়েই মুলতুবি হয়ে গেল আজ বিধানসভা৷ এর জেরে বিধানসভায় রাতভোর ধর্নায় বসল বিজেপি৷ গেরুয়া শিবিরের, দাবি স্পিকারকে রাজ্যপালের চিঠির উত্তর দিয়ে ফ্লোর টেস্টের ব্যবস্থা করতে হবে৷

বৃহস্পতিবার বিধানসভায় যখন আস্থাভোট নিয়ে বিতর্ক শুরু হয়, তখন বিজেপির প্রতিনিধিদল দেখা করে রাজ্যপাল বাজুভাই বালার কাছে অভিযোগ জানায়৷ এইচ ডি কুমারস্বামী সরকার বৃহস্পতিবারের মধ্যে আস্থাভোট করতে রাজি নয় বলেও জানানো হয় অভিযোগে৷ এর পরেই রাজ্যপাল স্পিকার কে আর রমেশকে নির্দেশ দেন যাতে ভোটাভুটি আজই করানো হয়৷ কিন্তু, রাজ্যপালের নির্দেশ উড়িয়ে মুখ্যমন্ত্রীর ভাষণের পর বিতর্ক চূড়ান্ত মাত্রা নিতেই দিনের মতো মুলতুবি হয়ে গেল আজ বিধানসভা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =