ভোটের মুখে ঝাঁ চকচকে নতুন পার্টি অফিসে উঠছে বঙ্গ বিজেপি

কলকাতা: লোকসভা ভোটের মুখে ঝাঁ চকচকে নতুন পার্টি অফিসে উঠে যেতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মাসিক প্রায় আড়াই লক্ষ টাকা ভাড়ায় হেস্টিংসের কাছে একটি বহুতল বাণিজ্যিক ভবন বিজেপির রাজ্য কমিটির নতুন ঠিকানা হতে চলেছে। জানা গিয়েছে, ওই বহুতলের টপফ্লোর ন’তলায় প্রায় সাড়ে ছয় হাজার বর্গফুট এলাকা নিয়ে তৈরি হচ্ছে রাজ্য বিজেপির নয়া ওয়ার রুম। বাড়িটির

ভোটের মুখে ঝাঁ চকচকে নতুন পার্টি অফিসে উঠছে বঙ্গ বিজেপি

কলকাতা: লোকসভা ভোটের মুখে ঝাঁ চকচকে নতুন পার্টি অফিসে উঠে যেতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মাসিক প্রায় আড়াই লক্ষ টাকা ভাড়ায় হেস্টিংসের কাছে একটি বহুতল বাণিজ্যিক ভবন বিজেপির রাজ্য কমিটির নতুন ঠিকানা হতে চলেছে।

জানা গিয়েছে, ওই বহুতলের টপফ্লোর ন’তলায় প্রায় সাড়ে ছয় হাজার বর্গফুট এলাকা নিয়ে তৈরি হচ্ছে রাজ্য বিজেপির নয়া ওয়ার রুম। বাড়িটির ঠিকানা ২নং মুন্সি প্রেমচাঁদ সরণী, হেস্টিংস, কলকাতা-৭০০ ০২২। বুধবার পুজো-অর্চনার মাধ্যমে এখানে গেরুয়া পার্টির আনুষ্ঠানিক ‘গৃহপ্রবেশ’ হবে।

সূত্রের দাবি, আগামী এক বছরের জন্য চুক্তির মাধ্যমে ভাড়ায় গঙ্গর এপাড়ে এই বাড়ির সর্বোচ্চ তল নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের বিধানসভা ভোট পর্যম্ত এই চুক্তি বর্ধিত হতে পারে। জানা গিয়েছে, আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে বাংলার ৪২টি কেন্দ্রের প্রতিটির জন্য নয়া অফিসে বিশেষ ‘ওয়ার রুম’ তৈরি হচ্ছে। এছাড়াও বঙ্গ বিজেপির গোটা ব্যাকআপ অফিস স্থানান্তরিত হতে চলেছে হেস্টিংসে। স্বভাবতই আগামীদিনে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেওয়া ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির বর্তমান অফিস কার্যত অপ্রাসঙ্গিক হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =