ভোটের প্রচারে সাংবাদিকদের ঘুষ দেওয়ার অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে

শ্রীনগর: ভোট পাওয়ার জন্য সাংবাদিকদের ঘুষ দেওয়া অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীরের লে শহরে একদল সাংবাদিক এই তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। তাদের অভিযোগ, বিজেপি’র হয়ে প্রচার করার জন্য টাকা দিতে চাওয়া হয়েছিল বিজেপি’র পক্ষ থেকে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিও। গত সপ্তাহে উপত্যকায় একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল বৃহস্পতিবার। অভিযোগ, সেখানেই

ভোটের প্রচারে সাংবাদিকদের ঘুষ দেওয়ার অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে

শ্রীনগর: ভোট পাওয়ার জন্য সাংবাদিকদের ঘুষ দেওয়া অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীরের লে শহরে একদল সাংবাদিক এই তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। তাদের অভিযোগ, বিজেপি’র হয়ে প্রচার করার জন্য টাকা দিতে চাওয়া হয়েছিল বিজেপি’র পক্ষ থেকে, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিও।

গত সপ্তাহে উপত্যকায় একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল বৃহস্পতিবার। অভিযোগ, সেখানেই স্থানীয় বিধায়ক এবং বিজেপি নেতা বিক্রম রানধাওয়া খামে ভরে সাংবাদিকদের টাকা দিতে গিয়েছিলেন। পাশে বসে রয়েছেন বিজেপি’র জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না। লে’র প্রেস ক্লাব সদস্যদের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ‘‘কাউকে ঘুষ দেওয়ায় বিশ্বাস করেনা বিজেপি। সাংবাদিকদের সম্মানের চোখে দেখে বিজেপি। বিজেপি কখনই এই ধরনের কুকর্মে বিশ্বাস করেনি করবেও না’’, জানান বিজেপি নেতৃত্ব। বিজেপি’র সাফাই, সাংবাদিকদের হাতে নির্মলা সীতারামনের পদযাত্রার আমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছিল। পালটা মানহানি করার হুমকিও দেওয়া হয়েছে বিজেপি’র পক্ষ থেকে। যদিও রিনচেন অ্যাঙমো নামে এক সাংবাদিক দাবি করেছেন এই ঘটনা পুরোপুরি সত্য। তিনি বলেন, ‘যখন আমরা জিজ্ঞাসা করলাম এই খামে কি আছে? তখন বলা হলো এখানে রয়েছে একটুকরো ভালবাসা। আমি খুলে দেখি সেখানে ৫০০ টাকার নোট রয়েছে। আমি তৎক্ষনাত্‍ তা ফেরত দিতে গেলে তা নিতে অস্বীকার করা হয়। তখন আমি টেবিলে রেখে চলে আসি।’ অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই সোচ্চার হয়েছেন বিরোধীরা। বিপাকে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =