স্বাভাবিকের পথে বিমান পরিষেবা, খাবার-পানীয়ের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

 যদিও এখনও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ। বন্দে ভারত মিশনের আওতায় বিদেশ থেকে আটকে পরা ভারতীয়দের আনার কাজ চলছে। দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হলেও তা নিয়মিত নয়। এই পরিস্থিতিতে বিমান পরিষেবা স্বাভাবিক করতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২৫ মে লকডাউনের মধ্যে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা চালু হলেও পানীয় ও খাবার সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। এবার থেকে দেশের অভ্যন্তরে বিমানে পানীয় ও খাবার দেওয়া হবে। 

 

নয়াদিল্লি:  এখনও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ। বন্দে ভারত মিশনের আওতায় বিদেশ থেকে আটকে পরা ভারতীয়দের আনার কাজ চলছে। দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হলেও তা নিয়মিত নয়। এই পরিস্থিতিতে বিমান পরিষেবা স্বাভাবিক করতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২৫ মে লকডাউনের মধ্যে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা চালু হলেও পানীয় ও খাবার সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। এবার থেকে দেশের অভ্যন্তরে বিমানে পানীয় ও খাবার দেওয়া হবে। 

আরও পডুন- শেষ কয়েক ঘণ্টা কী কী করেছিলেন সুশান্ত, CBI জেরার মুখে ব্যাখ্যা ৪ সাক্ষীর

সম্প্রতি খাবার ও  পানীয়ের নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীদের প্যাকেটজাত খাবার ও পানীয় সরবরাহ করা হবে। মাস্ক ও গালভস পরে যাত্রীদের গরম ও পরিমিত খাবার পরিবেশন করবেন বিমানকর্মীরা। খাওয়ার জন্য কাঁটা চামচ বা চামচ একবারের বেশি ব্যবহার করা যাবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রী, বিমানকর্মী ও পাইলটদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। শুধু তাই নয়, সব সময় মাস্ক পরতে হবে। এছাড়াও মাঝে মাঝে স্যানেটাইজার ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন-  নিতেই হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টের

লকডাউনের জেরে দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়।ধীরে ধীরে লকডাউন পর্বের মধ্যেই ২৫ মে থেকে বিমান পরিষেবা শুরু হয়। পাশাপাশি বন্দে ভারত মিশনের আওতায় বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =