পরিকল্পনা করে সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে? প্রশ্ন ডেরেকের

কলকাতা: আরও একবার বিজেপির বিরুদ্ধে সেনা বাহিনীকে রাজনৈতিক ভাবে কাজে লাগানোর অভিযোগ আনল তৃণমূল। এর আগেও কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তৃণমূল। আজ সকালে বায়ু সেনা প্রধান এয়ার মার্শাল বিএস ধানওয়া সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, কতজন জঙ্গির মৃত্যু হয়েছে তা গুনে দেখা হয়নি। এরপরই টুইটারে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং

b47f094992f905523dfafdc1d9145593

পরিকল্পনা করে সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে? প্রশ্ন ডেরেকের

কলকাতা: আরও একবার বিজেপির বিরুদ্ধে সেনা বাহিনীকে রাজনৈতিক ভাবে কাজে লাগানোর অভিযোগ আনল তৃণমূল। এর আগেও কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তৃণমূল। আজ সকালে বায়ু সেনা প্রধান এয়ার মার্শাল বিএস ধানওয়া সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, কতজন জঙ্গির মৃত্যু হয়েছে তা গুনে দেখা হয়নি। এরপরই টুইটারে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন।

ওই একই সময়ে সময়ে প্রধানমন্ত্রীর দফতরের তরফেও টুইট করা হয়। হাতে লেখা হয়, সকলের উচিত দেশের সশস্ত্র বাহিনীর ওপর বিশ্বাস রাখা এবং তাদের জন্য গর্ববোধ করা। এই বিষয়টাকে ধরেই আক্রমণ শানান ডেরেক।  লেখেন, “আমরা সবাই সেনা বাহিনীকে বিশ্বাস করি। কিন্তু ‘জুমলা জড়ি’কে আমরা বিশ্বাস করি না। আপনারা কি আগাম পরিকল্পনা করেই সেনা জওয়ানদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। নাকি নির্বাচনে জেতাটাই আপনাদের একমাত্র লক্ষ্য। সেই কারণেই কি আপনি(প্রধানমন্ত্রী) কাশ্মীরের হামলায় মৃত জাওয়ানদের ছবির সামনে দাঁড়িয়ে বক্তব্য পেশ করেন৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *