জঙ্গিদের মারতে গিয়ে গাছ ধ্বংস করে এসেছে সেনা? বিস্ফোরক সিধু

নয়াদিল্লি: পাকিস্তানের সীমা পেরিয়ে ভারতীয় বায়ুসেনার হানা প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তুললেন পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু৷ সোমবার ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে চ্যালেজ্ঞ ছুড়ে টুইটারে সিধু লেখেন, ‘‘বায়ুসেনা জঙ্গিদের মারতে গিয়েছিল না গাছ ধ্বংস করতে গিয়েছিল?’’ মন্ত্রীর টুইটারে এহেন মন্তব্য প্রকাশিত হতেই গোটা দেশজুড়ে ছড়িয়েছে তীব্র বিতর্ক৷ সোমবার বায়ুসেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়,

জঙ্গিদের মারতে গিয়ে গাছ ধ্বংস করে এসেছে সেনা? বিস্ফোরক সিধু

নয়াদিল্লি: পাকিস্তানের সীমা পেরিয়ে ভারতীয় বায়ুসেনার হানা প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তুললেন পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু৷ সোমবার ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে চ্যালেজ্ঞ ছুড়ে টুইটারে সিধু লেখেন, ‘‘বায়ুসেনা জঙ্গিদের মারতে গিয়েছিল না গাছ ধ্বংস করতে গিয়েছিল?’’ মন্ত্রীর টুইটারে এহেন মন্তব্য প্রকাশিত হতেই গোটা দেশজুড়ে ছড়িয়েছে তীব্র বিতর্ক৷

সোমবার বায়ুসেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, পুলওয়ামায় জঙ্গি হানার পর পাকিস্তানে অভিযান চালিয়েছে ভারতের বায়ুসেনা। বোমা ফেলা হয়েছে সন্ত্রাসবাদী জইশ ই মহম্মদের শিবিরে৷ বড়সড় ক্ষয়ক্ষতিও হয়েছে৷ তবে, বায়ুসেনার তরফে মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি৷ আর সেই সংখ্যা জানানো সেনার কাজ নয় বলেও সাফ জানিয়ে দেওয়া হয়৷

কিন্তু, বায়ুসেনার সাফল্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়া-সহ বিরোধী দলের তরফেও একাধিক প্রশ্ন তোলা হয়৷ সেনা অভিযানের সাফল্যের বিতর্কের মাঝেই টুইট করে আগুনে ঘি ঢালেন সিধু৷ লেখেন, ‘‘শোনা যাচ্ছে, ৩০০ জঙ্গি মারা গিয়েছে। কথাটা কি সত্যি? বিমান হানার উদ্দেশ্য কী ছিল? জঙ্গি ঘাঁটি ধ্বংস করা না গাছ ধ্বংস করা? নির্বাচনের জন্যই কি বিমান হানা দেওয়া হল? বিদেশী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নামে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *