শ্রীনগর: সোমবার অবন্তিপোরায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। গুলির লড়াইয়ে দুই হিজবুল জঙ্গি নিহত হয়েছে। দুই জওয়ান আহত হয়েছে। আহতদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে জঙ্গিদের গুলিতেএক পুলিশ কর্মী নিহত হয়েছে।
অন্য দিকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধে থেকে গুলির লড়াই শুরু হয়েছে। গুলির লড়াইয়ে তিন জন হিজবুল জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
গোয়েন্দারা খবর দেন, কাশ্মীরের অবন্তীপোড়ায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর দেন। এরপর মঙ্গলবার থেকেই জঙ্গিদের সন্ধানে অভিযান শুরু করে জওয়ানরা। মঙ্গলবার বিকেলের দিকে অবন্তীপোড়ায় টহল দেওয়ার সময় আড়াল থেকে জওয়ানদের উদ্দেশে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পালটা জওয়ানরাও গুলি ছোড়ে। জঙ্গিদের গুলিতে দুই জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক পুলিশ কর্মী নিহত হয়েছেন। অন্য দিকে দুই জঙ্গি নিহত হয়েছে। বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
সোমবার পুলওয়ামার জেলার একটি জায়গায় নিরাপত্তা রক্ষীদের টহলদারি দলের ওপর পেট্রল বোমা ছোঁড়ে কিছু জঙ্গি। তবে এর ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পুলওয়ামা জেলার নিউয়া এলাকার একটি সিআরপিএফ বাঙ্কারে পেট্রল বোমা মারে জঙ্গিরা। তবে এর বিস্ফোরণের ফলে কারও ক্ষয়ক্ষতি হয়নি।