আজ বিকেল: এবার সেনা ছাউনিতেই আগুনে ঝলসে মৃত্যু হল দুই সেনাকর্মীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জওয়ান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোহ রেঞ্জের সেনা ক্যাম্পে।
জানা গিয়েছে, ঘাস পুড়িয়ে কীভাবে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করতে হয়, তারই প্রশিক্ষণ চলছিল মোহ রেঞ্জে। জওয়ানদের প্রশিক্ষণ দিতে ছাউনির কাছেই শুকনো পাতা ঘাস জড়ো করে চলছিল আগুন জ্বালানোর কাজ। স্নাইফার রাইফেল থেকেই ছুটে যাচ্ছিল গুলি। আর তা ঘাসপাতা পুড়িয়ে খাক করে দিচ্ছিল। বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন ছাউনির কাছেই জড়ো করে রাখা ঘাসপাতাতে আগুনের ফুলকি গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই দাউ দাউ জ্বলে ওঠে আগুন। অনুশীলনের জন্য কাছেই আরও শুকনো ঘাসপাতার স্তূপ ছিল আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। এদিকে আচমকা আগুন দেখে ভয় পেয়ে যান জওয়ানরাও, তাঁদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। আগুনের ফুলকি গিয়ে পড়ে জওয়ানদের মাঝখানে, ঝলসে মৃত্যু হয় দুই জওয়ানের।
এদিকে সতীর্থদের আগুনের গ্রাসে দেখে ছুটে যান বেশ কয়েকজন, তাঁরাও অল্পবিস্তর আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও সঠিকভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে, স্নাইফার রাইফেলের ফুলকি থেকেই মোহ-র বেরচা রেঞ্জে আগুন ধরে গিয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, খুব শিগির প্রকৃত কারণ সামনে আসবে বলে মনে করা হচ্ছে।