৫ রাজ্যের রাজ্যপাল পদে ২ বিজেপি নেতাকে নিয়োগ কেন্দ্রের!

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের রাজ্যপালের নাম ঘোষণা করল কেন্দ্র৷ ৫ রাজ্যপালের নামের তালিকা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ অভিযোগ, পাঁচজনের মধ্যে দু’জন বিজেপির প্রাক্তন নেতা৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখন থেকে তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্ব নেবেন তমিলিসাই সৌন্দররাজন৷ এই প্রথম তেলেঙ্গানায় রাজ্যপাল পদে নিয়োগ করা হল৷ হিমাচলের দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়৷ রাজস্থানের নতুন

৫ রাজ্যের রাজ্যপাল পদে ২ বিজেপি নেতাকে নিয়োগ কেন্দ্রের!

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের রাজ্যপালের নাম ঘোষণা করল কেন্দ্র৷ ৫ রাজ্যপালের নামের তালিকা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ অভিযোগ, পাঁচজনের মধ্যে দু’জন বিজেপির প্রাক্তন নেতা৷

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখন থেকে তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্ব নেবেন তমিলিসাই সৌন্দররাজন৷ এই প্রথম তেলেঙ্গানায় রাজ্যপাল পদে নিয়োগ করা হল৷ হিমাচলের দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়৷ রাজস্থানের নতুন রাজ্যপাল পদে দায়িত্ব নেবেন কলরাজ মিশ্র৷ কেরলের দায়িত্ব নেবেন আরিফ মহাম্মদ খান৷ মহারাষ্ট্রের রাজ্যপাল পদে ভগতসিং কোশারিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তবে এই তালিকায় ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা৷

তালিকায় দেখা গিয়েছে, তামিলনাড়ু বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তমিলিসাই সৌন্দররাজনকে সেই রাজ্যের রাজ্যপাল পদে বসানো হয়েছে৷ এছাড়াও রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়৷ তিনি হিলাচলের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন৷

৫ রাজ্যের রাজ্যপাল পদে ২ বিজেপি নেতাকে নিয়োগ কেন্দ্রের!কিন্তু রাজ্যপাল পদে প্রাক্তন বিজেপির নেতাদের নিয়োগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ বিরোধীদের প্রশ্ন, সরাসরি রাজ্যপালের পদে বিজেপির প্রাক্তন নেতাদের বসিয়ে পিছের দরজা দিয়ে সরকার নিয়ন্ত্রণের পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র সরকার? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =