আরও বাড়ল লকডাউনের মেয়াদ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আরও বাড়ল লকডাউনের মেয়াদ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

 

নয়াদিল্লি: আরও বাড়ল লকডাউনের মেয়াদ৷ আজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ৩ মে পর্যন্ত মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন মোদি৷

লকডাউন বৃদ্ধির ঘোষণা হলেও ২০ এপ্রিল থেকে চলাফেরা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ কাল এই নিয়ে গাইডলাইন প্রস্তুত করবে কেন্দ্র সরকার৷ ৩ মে পর্যন্ত ভারতজুড়ে লকডাউন কার্যকর থাকবে৷ নতুন করে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ সংক্রমিত এলাকাছাড়া অন্যস্থানে শর্তা শিথিল করার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fourteen =