বিজেপি’র স্বপ্ন ভেঙে মহারাষ্ট্রে মহাজোট চূড়ান্ত

মুম্বই: সরকার গঠনের ক্ষেত্রে ৫০-৫০ চুক্তির পরিকল্পনায় জল ঢেলে শেষ পর্যন্ত মহারাষ্ট্র হাতছাড়া হতে চলেছে বিজেপির৷ শিবসেনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে রাজি হয়েছে শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীর দল৷ বৃহস্পতিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে শিবসেনার সঙ্গে সরকার গড়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস-এনসিপি দু’দলই উদ্ধব ঠাকরের নাম সমর্থন করছে৷ সূত্রের খবর নতুন জোট

বিজেপি’র স্বপ্ন ভেঙে মহারাষ্ট্রে মহাজোট চূড়ান্ত

মুম্বই: সরকার গঠনের ক্ষেত্রে ৫০-৫০ চুক্তির পরিকল্পনায় জল ঢেলে শেষ পর্যন্ত মহারাষ্ট্র হাতছাড়া হতে চলেছে বিজেপির৷ শিবসেনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে রাজি হয়েছে শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীর দল৷

বৃহস্পতিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে শিবসেনার সঙ্গে সরকার গড়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস-এনসিপি দু’দলই উদ্ধব ঠাকরের নাম সমর্থন করছে৷ সূত্রের খবর নতুন জোট দলের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে৷ সূত্রমতে মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি-শিবসেনা নয়া জোটের নাম হচ্ছে ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ি৷’

এদিকে শিবসেনার পক্ষ থেকে এখনও স্পষ্ট কিছুই না জানা গেলেও শুক্রবারের মধ্যেই পুরো বিষয়টাই সামনে আসবে বলে জানিয়েছে দল৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানও শুক্রবার দিনটিকেই উল্লেখ করেছেন৷

মহারাষ্ট্রের এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫টি, শিবসেনা ৫৬টি, এনসিপি ৫৪টি ও কংগ্রেস ৪৪টি আসন পেয়েছে৷ তবে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সরকার গঠন সম্ভব হয়নি সেখানে৷ এরপরই বিজেপির হাত ছেড়েই সরকার গঠনের তোড়জোড় শুরু হয়৷ অবশেষে এনসিপি এবং কংগ্রেসের সহযোগিতায় সরকার গঠনের পথে শিবসেনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =