নয়াদিল্লি: বালাকোটের জঙ্গি শিবিরে নিক্ষেপ হওয়া অন্তত ৮০ শতাংশ বোমা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম হয়েছে। এটা কোনও মুখের কথা নয়। উপযুক্ত তথ্য-প্রমাণও রয়েছে বায়ুসেনার হাতে। স্যাটেলাইট ইমেজ সহকারে সেই প্রমাণই এবার মোদি সরকারের হাতে তুলেও দিল বায়ুসেনা।
বুধবার বায়ুসেনার সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে একটি সর্বভারতীয় টিভি চ্যানেল। তবে হতাহতের সংখ্যা-তথ্য নিয়ে বায়ুসেনা তাদের পূর্বের অবস্থানেই অনড়। ওই প্রামাণ্য তথ্যে জঙ্গি-মৃত্যুর কোনও সংখ্যার কথা উল্লেখ নেই বলে জানা গিয়েছে। ক’দিন আগেই বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া এক সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছিলেন, মৃতদেহ গোনা তাঁদের কাজ নয়। অর্পিত দায়িত্ব সফলভাবে হাসিল করাই বায়ুসেনার দায়িত্ব। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে সরকার। কিন্তু সরকারও এখনও পর্যন্ত জয়েশ জঙ্গি ঘাঁটির ক্ষয়ক্ষতির কোনও সুস্পষ্ট তথ্য প্রকাশ করেনি।
মৃতের সংখ্যা নিয়ে যা কিছু তথ্য বাইরে আসছে, তার সবটাই ‘সূত্র’ নির্ভর। এই নিয়ে ক্রমাগত বিরোধীদের তোপের মুখেও পড়তে হচ্ছে মোদি সরকারকে। এমনকী বিমানহানার ক্ষয়ক্ষতি নিয়ে তথ্য গোপন করার অভিযোগও উঠেছে সরকারের বিরুদ্ধে। এবার সেই অভিযোগ খণ্ডন করতে বায়ুসেনার এই প্রামাণ্য তথ্যকে মোদি সরকার হাতিয়ার করতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। এবং তথ্য তুলে ধরেই সরকার এবার বুকঠুকে ‘বালাকোট মিশন’ চূড়ান্ত সফল বলে প্রচারের সুরও সপ্তমে চড়াতে পারে বলে মনে করা হচ্ছে।