৩৬০০ মেট্রিক টন সোনার খনি এখন গল্প! বাস্তবে কতটা মিলল সোনা, জানেন?

৩৬০০ মেট্রিক টন সোনার খনি এখন গল্প! বাস্তবে কতটা মিলল সোনা, জানেন?

লখনউ: যা রটে তা কিছু ঘটে৷ পুরোটা নয়৷ এবার উত্তরপ্রদেশে সন্ধান পাওয়া দু’টি সোনার খনিতেও ঘটল সেই একই ঘটনা৷ গত কয়েক দিন ধরে নোটপাড়ায় ছড়িয়েছিল উত্তরপ্রদেশের সোন পাহাড়ি এলাকার দুটি খনিতে ৩,৬০০ মেট্রিক টন সোনা থাকতে পারে৷ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নাম নিয়ে রটেছিল খবর৷ কিন্তু, আজ খনন করতে গিয়ে উঠে এল হতাশাজন তথ্য৷

গত বৃহস্পতিবার সোনভদ্রর জেলা খনি আধিকারিক ঢাকঢোল পিটিয়ে জানান, সোন পাহাড়ি ও হারদি গ্রামের কাছে ২টি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে৷ এরপর জিএসআই ও ভূতত্ব এবং খনি বিভাগের দু’টি দল খনন শুরু করে৷ প্রথমে ওই দুই খনিতে ৩ হাজার ৬০০ মেট্রিক টনের বেশি সোনা রয়েছে অনুমান করা হয়৷ কিন্তু, আজ খনন করতে গিয়ে ৩ হাজার ৬০০ মেট্রিক টন সোনা তো দূর, মিলল মাত্র ৬৪৬ কোজে সোনা৷

প্রায় দেড় দশক ধরে সোন পাহাড়ি অঞ্চলে অনুসন শুরু করে জিএসআই৷ পরে সোনা মেলার প্রথমিক ইঙ্গি পাওয়া যায়৷ সেই মতো শুল্ক দফতর ও বন দফতর এবং খনি দফতর খননকাজ শুরু করে৷ খননকাজের জন্য টেন্ডার ডাকা হয়৷ কিন্তু, সেই কাজ শুরু হওয়ার পর মাত্র ৬৪৬  কেজি সোনা পাওয়া গিয়েছে৷ এর বেশি সোনা পাওয়া আর সম্ভব নয় বলেও জানান গিয়েছে৷ তবে, সোনার সঙ্গে বেশ কিছু সোনালী পাথর পাওয়া গিয়েছে৷ সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *