বিরল অবদানের জন্য মৎস্যজীবীদের নোবেল দেওয়ার আর্জি থারুরের

নয়াদিল্লি: কেরালার বন্যার উদ্ধার কাজে বিশেষ অবদানের জন্য কেরালার মৎস্যজীবীদের নোবেল পুরস্কার দেওয়ার আর্জি জানিয়ে নোবেল কমিটিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ তাঁর দাবি, কেরালার বন্যায় সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি তৎপরতার সঙ্গে কাজ করেছিলেন মৎস্যজীবীরা৷ জীবনের ঝুঁকি নিয়ে তাঁরাই বাঁচিয়েছেন বহু মানুষের জীবন৷ বিনিময়ে নেননি কোনও সাহায্য৷ নিঃস্বার্থে, প্রচারের আলোয় না থাকা এই মৎস্যজীবীদের

8f7eb5c1ceae351a22c917defbd3971f

বিরল অবদানের জন্য মৎস্যজীবীদের নোবেল দেওয়ার আর্জি থারুরের

নয়াদিল্লি: কেরালার বন্যার উদ্ধার কাজে বিশেষ অবদানের জন্য কেরালার মৎস্যজীবীদের নোবেল পুরস্কার দেওয়ার আর্জি জানিয়ে নোবেল কমিটিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ তাঁর দাবি, কেরালার বন্যায় সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি তৎপরতার সঙ্গে কাজ করেছিলেন মৎস্যজীবীরা৷ জীবনের ঝুঁকি নিয়ে তাঁরাই বাঁচিয়েছেন বহু মানুষের জীবন৷ বিনিময়ে নেননি কোনও সাহায্য৷ নিঃস্বার্থে, প্রচারের আলোয় না থাকা এই মৎস্যজীবীদের নোবেল পুরস্কার দেওয়া হলে প্রকৃত শান্তির বার্তা দেওয়া যাবে বলেও এদিন নোবেল কমিটিকে চিঠি পাঠিয়ে দাবি করেন থারুর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *