ভারত ওষুধ না পাঠালে দেখে নেব! ট্রাম্পকে যোগ্য জবাব দিলেন থারুর

করোনার থাবায় দিশেহারা মার্কিনমুলুক৷ ঝড়ের বেগে ছড়াচ্ছে সংক্রমণ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই পরিস্থিতিতে হুমকির সুরেই ভারতবর্ষে করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি থাকলে আমেরিকাও যথাযোগ্য উত্তর দেবে বলে সুর চড়ান ট্রাম্প৷ ওষুধ সরাবরাহ নিয়ে ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা সরব হলেন কংগ্রেস নেতা শশী থারুর৷  

89f42f1c3075b556cc45db68a02ce53f

নয়াদিল্লি:  করোনার থাবায় দিশেহারা মার্কিনমুলুক৷ ঝড়ের বেগে ছড়াচ্ছে সংক্রমণ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই পরিস্থিতিতে হুমকির সুরেই ভারতবর্ষে করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি থাকলে আমেরিকাও যথাযোগ্য উত্তর দেবে বলে সুর চড়ান ট্রাম্প৷ ওষুধ সরাবরাহ নিয়ে ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা সরব হলেন কংগ্রেস নেতা শশী থারুর৷

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ডেনাল্ড ট্রাম্প বলেন, ‘‘ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বেশ ভালো৷ আমেরিকায় ওষুধ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও কারণ আমি দেখতে পাচ্ছি না৷ আমি রবিবার সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি৷ ভারত যদি হাইড্রোক্সিক্লোরোক্যুইন সরবরাহের ব্যবস্থা করে, তবে আমরা এই পদক্ষেপকে সম্মান করব। আর যদি সরবরাহের অনুমতি না দেন, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ, জেনে রাখবেন, এর পর আমরাও কিন্তু এমনই ব্যবহার ফিরিয়ে দেব৷’’

এদিন ট্রাম্পকে একহাত নিয়ে থারুর বলেন, ‘‘আমেরিকা হাইড্রোক্সিক্লোরোক্যুইন তখনই পাবে, যখন ভারত সিদ্ধান্ত নেবে এটা আপনাদের বিক্রি করা হবে কিনা’’ ট্যুইট করে তিনি আরও বলেন, ‘‘আমার এত বছরের অভিজ্ঞতায় কোনও দিনও কোনও রাষ্ট্র প্রধানকে খোলাখুলি অন্য দেশের সরকারকে এমন ভাবে হুমকি দিতে দেখিনি৷ আমরা যে হাইড্রোক্সিক্লোরোক্যুইন তৈরি করি, তা আমাদের অভ্যন্তরীণ সরবরাহের জন্য৷ ভরত যদি আপনার কাছে ওষুধ বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তাহলেই আপনাদের সরবারাহের করা হবে৷’’ উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি বিবেচনা করেই ওষুধের রফতানির উপর নিষেধাজ্ঞা লাগু করেছে ভারত সরকার৷ 

এর আগে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছিলেন কংগ্রেস সভাপি রাহুল গান্ধী৷ ট্যুইট করে তিনি বলেন, ‘‘বন্ধুদের প্রতি প্রতিশোধের ভাবনা? ভারতের উচিত প্রতিটি আক্রান্ত দেশের পাশে দাঁড়ানো৷ তবে সবার আগে ওষুধ পৌঁছে দিতে হবে আমাদের দেশের প্রতিটি প্রান্তে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *