জঙ্গি হামলার আশঙ্কা! অমরনাথ যাত্রা নিয়ে বাড়তি নিরাপত্তা

জম্মু-কাশ্মীর: এই তীর্থযাত্রা শুরু হওয়ার উপক্রম হলেই যেন জঙ্গি হানার আশঙ্কা বেড়ে যায়। এর আগে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এবারেও হল। চলতি বছর অমরনাথ যাত্রা শুরুর আগে আবার জঙ্গিহানার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এক পাক সন্ত্রাসবাদী সংগঠন এই পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী, বাড়তি নিরাপত্তার ব্যবস্থার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলেছে সীমান্তরক্ষা বাহিনী।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, গোপনে তারা খবর পেয়েছেন যে, উপত্যকার রাজৌরি-পুঞ্চ, পীর পাঞ্জাল এবং চেনাব ভ্যালি এলাকায় সন্ত্রাস হামলার ছক রয়েছে এই জঙ্গিদের। জম্মু-কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রা শুরু হওয়ার কথা আগামী ১ জুলাই। সন্দেহ করা হচ্ছে, যাত্রা শুরু হলেই হামলা চালাতে পারে পাকিস্তানি জঙ্গিরা। সেই কারণে যাত্রা পথে এখন থেকেই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, যাদেরকে এই জঙ্গি হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে তারা আপাতত পাক অধিকৃত কাশ্মীর থেকে নিজেদের জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে।
তথ্য অনুযায়ী, রফিক নাই এবং মহম্মদ আমিন বাট ওরফে আবু খুবেইব এই জঙ্গি হামলার ছকের মূল পাণ্ডা। গোয়েন্দা আধিকারিকরা জানতে পেরেছেন, রফিক পুঞ্চের বাসিন্দা এবং মহম্মদ আমিন ডোডা জেলার বাসিন্দা। তাই এখন তাদের এলাকা এবং বাড়ির ওপরও নজরদারি করা শুরু করেছে নিরাপত্তাবাহিনী। এক কথায়, তীর্থযাত্রায় যাতে কোনও প্রকার অশান্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।