ঘোড়া ছুটিয়ে পরীক্ষা কেন্দ্রে দশম শ্রেণির ছাত্রী, ভাইরাল ভিডিও

কেরল: ঘোড়ায় চেপে পরীক্ষা কেন্দ্রে ছুটলেন দশম শ্রেণির এক ছাত্রী৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়৷ জানা গিয়েছে, ওই ছাত্রী ঘোড়ায় করে কেরলের থিসূরে পরীক্ষা দিতে যান৷ ব্যস্ত রাস্তায় ঘোড়ায় চড়ে পরীক্ষা দিতে যাওয়া দশম শ্রেণির ছাত্রী দেশের সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে৷ This video clip from my #whatsappwonderbox shows how a girl student is

ঘোড়া ছুটিয়ে পরীক্ষা কেন্দ্রে দশম শ্রেণির ছাত্রী, ভাইরাল ভিডিও

কেরল: ঘোড়ায় চেপে পরীক্ষা কেন্দ্রে ছুটলেন দশম শ্রেণির এক ছাত্রী৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়৷ জানা গিয়েছে, ওই ছাত্রী ঘোড়ায় করে কেরলের থিসূরে পরীক্ষা দিতে যান৷ ব্যস্ত রাস্তায় ঘোড়ায় চড়ে পরীক্ষা দিতে যাওয়া দশম শ্রেণির ছাত্রী দেশের সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে৷

Brilliant! Girls’ education is galloping ahead…A clip that deserves to go viral globally. This, too, is #IncredibleIndia

মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্র ওই ছাত্রীর প্রশংসা করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের ইউনিফর্ম পরে ওই ছাত্রী রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে পরীক্ষা দিতে চলেছে৷ ওই ছাত্রীটিকে অনেকেই ‘নারী শক্তির’‌ সত্যিকারের উদাহরণ বলেও সম্বোধন করেছেন৷ আনন্দ মহিন্দ্রার এই ভিডিওটি অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছাত্রীটির ভূয়সী প্রশংসা করেন৷ দশম শ্রেণির ছাত্রীর ঘোড়া চালানোর দক্ষতা দেখে নেটিজেনরা অভিভূত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *