মন্দির ওহি বনেগা! অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা

নয়াদিল্লি: অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রামমন্দির৷ ঐতিহাসিক রায়ে জানাল দেশের সর্বোচ্চ আদালত৷ পরিবর্তে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যাতেই দেওয়া হবে বিকল্প ৫ একর জমি৷ বাবরি মসজিদের বিতর্কিত ২.৭৭ একর জমি শর্তসাপেক্ষে রামলালাকে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত৷ শর্ত অনুসারে ওই জমির ভিতরের অংশ ট্রাস্টের হাতে থাকবে৷ তিন মাসের মধ্যে কেন্দ্রকে এই ট্রাস্ট তৈরি করার নির্দেশ দিয়েছে

মন্দির ওহি বনেগা! অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা

নয়াদিল্লি: অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রামমন্দির৷ ঐতিহাসিক রায়ে জানাল দেশের সর্বোচ্চ আদালত৷ পরিবর্তে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যাতেই দেওয়া হবে বিকল্প ৫ একর জমি৷ বাবরি মসজিদের বিতর্কিত ২.৭৭ একর জমি শর্তসাপেক্ষে রামলালাকে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত৷

শর্ত অনুসারে ওই জমির ভিতরের অংশ ট্রাস্টের হাতে থাকবে৷ তিন মাসের মধ্যে কেন্দ্রকে এই ট্রাস্ট তৈরি করার নির্দেশ দিয়েছে আদালত৷ ট্রাস্টের তত্ত্বাবধানে রাম মন্দির গঠিত হবে৷ আজ আদালতে রায়দান পর্বে আর্কিওলজিকল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের ওপর জোর দেওয়া হয়েছে৷

সেই রিপোর্টে বলা হয়েছিল, বাবরি মসজিদ ফাঁকা জমিতে তৈরি হয়নি৷ সেই নির্মানের নীচে অন্য স্থাপত্যের উপস্থিতি আছে বলে জানিয়েছে এএসআই৷ যদিও সেই স্থাপত্য হিন্দু না মুসলিমদের তার কোনো প্রমাণ মেলেনি বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =