জ্যোতিষীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টেলি-তারকা

বিয়ের প্রতিশ্রুতি পেশায় এক তরুণী জ্যোতিষীকে ধর্ষণের অভিযোগ জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও গায়ক কর্ণ ওবেরয়ের বিরুদ্ধে৷ অভিযুক্তের বিরুদ্ধে মহিলাকে মোবাইলে ভিডিও তুলে হুমকি দেওয়ার অভিযোগ৷ ওশিয়াড়া থানায় এফআইআর দায়ের করে পুলিশের৷ নিগৃহীতার দাবি, ২০১৬-র অক্টোবরে তাঁদের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল। কয়েকদিনের মধ্যেই তাঁরা বন্ধু হয়ে যান। আন্ধেরির ফাঁকা বাড়িতে মাঝে মধ্যেই তাঁরা একান্তে সময় কাটাতেন৷

জ্যোতিষীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টেলি-তারকা

বিয়ের প্রতিশ্রুতি পেশায় এক তরুণী জ্যোতিষীকে ধর্ষণের অভিযোগ জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও গায়ক কর্ণ ওবেরয়ের বিরুদ্ধে৷ অভিযুক্তের বিরুদ্ধে মহিলাকে মোবাইলে ভিডিও তুলে হুমকি দেওয়ার অভিযোগ৷ ওশিয়াড়া থানায় এফআইআর দায়ের করে পুলিশের৷

নিগৃহীতার দাবি, ২০১৬-র অক্টোবরে তাঁদের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল। কয়েকদিনের মধ্যেই তাঁরা বন্ধু হয়ে যান। আন্ধেরির ফাঁকা বাড়িতে মাঝে মধ্যেই তাঁরা একান্তে সময় কাটাতেন৷ অভিনেতা-গায়ক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল৷ বিয়েক প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়৷ একদিন ওই বাড়িতেই তাঁকে  মাদক মিশিয়ে ধর্ষণ করে ভিডিও তুলে রাখা হয়৷

জ্যোতিষীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার টেলি-তারকাএরপর চলে ব্ল্যাকমেল৷ চলে হুমকি৷ ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করে অভিযুক্ত৷ অত্যাচার চূড়ান্ত আকাড় নিতেই পুলিশ অভিযোগ জানান ওই তরুণী৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ অভিযুক্ত কর্ণ ওবেরয়কে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 13 =