করোনা রুখতে জার্মানির সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! নমোর সঙ্গে কথাবার্তা

করোনা রুখতে জার্মানির সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! নমোর সঙ্গে কথাবার্তা

নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে লড়াই করতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেয়ারকেলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দু’দেশের নেতাদের সঙ্গে করোনা মহামারী রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কথা হয়৷ আন্তর্জাতিকস্তরে জোট বেধে করোনা মোকাবিলায় গুরুত্ব আরোপের বিষয়েও জোরদেন তাঁরা৷

করোনা মহামারীর সময়ে ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের অপ্রতুলতার বিষয় নিয়েও দুই দেশের প্রধানের মধ্যে দীর্ঘ আলোচনা হয়৷ ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের বিষয়ে সহযোগিতা করাও বার্তা দেন উভয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জার্মান চ্যালেন্সরও একমত হন জানান, করোনা মেয়ারকেল সার্বিকভাবে কাজ করতে হবে৷

যোগ, আয়ুর্বেদ চিকিৎসায়কে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করেন মোদি৷ এই নিয়ে জার্মান চ্যান্সেলরকে বিস্তারিত জানান মোদি৷ বর্তমান সময়ে আয়ুর্বেদ চিকিৎসা শারীরিক সুস্বাস্থ্যের ক্ষেত্রে লাভজনক হতে পারে বলে ফ্রাউ মেয়ারকেল সহমত পোষণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =