নুপুর শর্মার সুর এবার তেলেঙ্গানার বিজেপি বিধায়কের গলায়, গ্রেফতার করল কেসিআরের পুলিশ

নুপুর শর্মার সুর এবার তেলেঙ্গানার বিজেপি বিধায়কের গলায়, গ্রেফতার করল কেসিআরের পুলিশ

হায়দ্রাবাদ: বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে কয়েকদিন আগে পর্যন্ত গোটা দেশে জ্বলছে ক্ষোভের আগুন। তাঁর করা নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশের মধ্যে তো বটেই এমনকি দেশের বাইরেও নানাবিধ বিতর্কের সৃষ্টি হয়েছিল। অন্যদিকে এই মন্তব্যের জেরে দেশের বিভিন্ন রাজ্যে গেরুয়া নেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল গুচ্ছ গুচ্ছ মামলা। এবার বিজেপির বিতর্কিত এই নেত্রীর সুরেই কথা বললেন তেলেঙ্গানার এক বিজেপি বিধায়ক।

জানা যাচ্ছে, সম্প্রতি রাজা সিং নামে ওই বিজেপি বিধায়ক নবী মোহাম্মদকে নিশানা করে বিতর্কিত ভাষণ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার থেকেই উত্তাল হায়দ্রাবাদ। অন্যদিকে সোমবার সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে রাজার বিতর্কিত ভাষণ। আর তারপরেই সরাসরি ওই বিজেপি বিধায়ককে গ্রেফতার করল কেসিআয়ের পুলিশ। জানা যাচ্ছে, রাজার বিরুদ্ধে আনা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, উত্তেজনা ছড়ানো এবং ঘৃণার ভাষণ দেওয়ার মতো গুরুতর কিছু অভিযোগ। এই সমস্ত অভিযোগের উপর ভিত্তি করেই সোমবার সকালে রাজার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। আর তারপরেই মঙ্গলবার দুপুরে রাজাকে গ্রেফতার করে হায়দ্রাবাদ পুলিশ।

জানা যাচ্ছে, মঙ্গলবার সকালেই রাজার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রাজা। সেই ভিডিও ঘিরেই ছড়ায় উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে। তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, রাজার বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই রাজাকে গ্রেপ্তার করা হল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =