করোনা রুখতে মন্ত্রী, আমলা, শিক্ষক, কর্মচারীদের বেতন কমানোর ঘোষণা

করোনা রুখতে মন্ত্রী, আমলা, শিক্ষক, কর্মচারীদের বেতন কমানোর ঘোষণা

bca7ae0aca2658ab5d79bc744004a01b

বেঙ্গালুরু: করোনার জেরে কোণঠাসা রাজ্যের অর্থনীতি৷ আর এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারি কর্মীদ ও বিধায়কদের বেতনে কাট হবে বলে ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার৷ একই পথে হেঁটেছে মহারাষ্ট্র সরকার৷ মারাঠা সরকারের অধীনস্থ সমস্ত কর্মচারীদের বেতন ৬০ শতাংশ কেটে নেওয়ার ঘোষণা করা হয়েছে৷

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর নেতৃত্বে গতিত উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়৷ সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভা, বিধায়কদের বেতন থেকে ৭৫ শতাংশ কেটে নেওয়া হবে৷ এছাড়াও ওই রাজ্যের সমস্ত পুরনিগমের চেয়ারম্যান ও পঞ্চায়েতের প্রতিনিধিদের মাসিক বেতন থেকে ৭৫ শতাংশ অর্থ কেটে দেওয়া হবে৷

বেতন কাটার তালিকা থেকে বাদ যায়নি সরকারি কর্মচারীরাও৷ রাজ্য সরকারের সমস্ত কর্মচারী থেকে শুরু করে আমলাদের বেতন থেকে কমরক্ষে ১০ শতাংশ ও সর্ব্বোচ্চ ৭৫ শতাংশ কাটছাঁট করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে৷ এছাড়াও আইএএস থেকে শুরু করে আইপিএস ও আইএফএসের সমস্ত শীর্ষস্থানীয় আধিকারিকদের বেতন থেকে ৬০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে৷

এছাড়া রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত কর্মচারীদের মাসিক বেতন থেকে ৫০ শতাংশ কেটে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শিক্ষক থেকে শুরু করে গেজেটেড ও ননগেজেটেড অফিসাররাদের বেতনেও কোপ দেওয়া হবে৷ পিওন থেকে শুরু করে সাফাইকর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে ১০ শতাংশ অর্থ কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অসবরপ্রাপ্ত কর্মীরাদের পেনশন কাটছাঁট করার নির্দেশ জারি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *