অর্থ-ক্ষমতা দিয়েও আমাকে রুখতে পারেনি মোদী-নীতীশ, তোপ তেজস্বীর

অর্থ-ক্ষমতা দিয়েও আমাকে রুখতে পারেনি মোদী-নীতীশ, তোপ তেজস্বীর

b9785228604dec39f98d77ef088745dd

পাটনা: বিজেপি’র হাত ধরে বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে চতুর্থবারের জন্য ফিরেছেন নীতীশ কুমার৷ ভোটের আগে বিহার জুড়ে তেজস্বীর তারুণ্যের ঝড় উঠলেও, মোদী ম্যাজিকে তিনি লক্ষ্যচ্যুত৷ এনডিএ-র কাছে পরাজিত হয় মহাজোট৷ তবে কুর্সি না পেলেও, বিহারে সংখ্যাগরিষ্ঠ তেজস্বীর দল৷ ভোটের ফল প্রকাশের পর এদিন প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন তেজস্বী৷ তিনি বলেন, অন্য কেউ মুখ্যমন্ত্রীর আসনে বসলেও, জনাদেশ তাঁদের পক্ষেই ছিল৷ তিনিই প্রকৃত জয়ী৷ 

আরও পড়ুন- ‘খুনের রাজনীতি গণতন্ত্রে গ্রহনীয় নয়’, বাংলাকে হুঁশিয়ারি নমোর

বৃহস্পতিবার পাটনায় বসেছিল নবনির্বাচিত বিধায়কদের বৈঠক৷ ওই বৈঠকেই দলনেতা নির্বাচিত হন লালু-পুত্র তেজস্বী৷ এদিন তেজস্বী বলেন, ম্যানডেট পেলেও নির্বাচন কমিশনের ফলাফলে জয়ী হয়েছে এনডিএ৷ ভোটের চূড়ান্ত ফল প্রকাশের আগেই কারচুপির অভিযোগ এনেছিল মহাজোট৷ নীতীশ কুমারের চাপে পড়ে প্রশাসন গণনায় কারচুপি করেছে বলে অভিযোগ তোলে মহাজোট৷ এদিনও তেজস্বী বলেন, পোস্টাল ব্যালট গণনায় প্রতারণা করা হয়েছে৷ পুনরায় ভোট গণনার দাবিও জানান তিনি৷ তবে তেজস্বীর কথায়, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমার টাকার খেলা খেলেছেন৷ অর্থ, পেশী শক্তি এবং প্রতারণা করেও ৩১ বছরের এই তরুণকে রুখতে পারেনি৷ একক সংখ্যা গরিষ্ঠ হওয়া থেকেও আরজেডি-কে ঠেকাতে পারেননি তাঁরা৷’’ 

আরও পড়ুন- বিহার জয়ের রহস্য কী? ফাঁস করলেন মোদী! ‘জনতার ভরসা একমাত্র বিজেপিই’

মহাগাটবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোট ময়দানে নেমেছিলেন এই তরুণ তুর্কী৷ শুরুতে ছাক্কা হাঁকালেও, তীরে এসে তরী ডোবে তাঁর৷ তবে তাঁর দল একা ৭৫টি আসনে জয়ী হয়েছে৷ বিজেপি পেয়েছে ৭৪টি আসন৷ জেডিইউ এবারের ভোটে একেবারেই ভালো ফল করতে পারেনি৷ তাদের ঝুলিতে এসেছে মাত্র ৪৩টি আসন৷ এদিন তেজস্বী সাংবাদিকদের বলেন, ‘‘নীতীশ কুমারের ঔজ্জ্বল্য কোথায় গিয়েছে দেখুন৷ রাজ্যে তাঁর অবস্থান তিন নম্বরে৷ আরও একবার নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন ঠিক কথাই, কিন্তু আমরা মানুষের মনে রয়েছি৷’’ প্রসঙ্গত, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১২৫ টি আসন জিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি-ডেজিইউ জোট৷ কিন্তু নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে মাত্র ৪৩ টি আসন৷ বিহারের ফাস্ট বয় লালু প্রসাদ যাদবের আরজেডি৷ এনডিএ-র সঙ্গে তাঁদের হারের ব্যবধানও খুবই কম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *