‘আপনি মহিলা, কিছু জানেন না’, বিধানসভায় ফের ‘নারীবিদ্বেষী’ নীতীশ, বিঁধলেন তেজস্বী

পাটনা: বিধানসভার অন্দরে ফের বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বিহার বিধানসভায় নীতীশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের একটানা স্লোগান শুনে মেজাজ হারালেন তিনি৷ রাজ্যের সংশোধিত সংরক্ষণ আইনকে সংবিধানের নবম…

পাটনা: বিধানসভার অন্দরে ফের বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ বিহার বিধানসভায় নীতীশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের একটানা স্লোগান শুনে মেজাজ হারালেন তিনি৷ রাজ্যের সংশোধিত সংরক্ষণ আইনকে সংবিধানের নবম তফসিলে রাখার দাবি তুলে চিৎকার শুরু করেন বিরোধীরা। সেই সঙ্গে, বিহারের জন্য বিশেষ বিভাগের মর্যাদা আনতে না পারার জন্যেও নীতীশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। নীতীশ জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু, তাতেও আরজেডি এবং কংগ্রেসের বিধায়করা শান্ত হননি। ‘নীতীশ কুমার হায় হায়’ স্লোগান দিতেই থাকেন তাঁরা৷ এর পরেই আত্মনিয়ন্ত্রণ হারান নীতিশ৷

 

আরজেডি বিধায়ক রেখা দেবীর দিকে আঙ্গুল তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আরে মহিলা হো, কুছ জানতি নাহি হো? আরে বোল রাহি হ্যায়, কাহাঁ সে আতে? ইয়ে লোগো নে কাভি মহিলা কো আগে বাড়ায়া থা? বোল রাহি হো? ফালতু। ইসলিয়ে হাম কেহ রহে হ্যায়, চুপ চাপ শুনো। আরে কেয়া হুয়া? শুনোগে না? হাম তো শুনায়েঙ্গে। অগর আপ না শুনিয়েগা, তো আপ লোগো কি গলতি হ্যায়।” যার অর্থ, “আপনি এক জন মহিলা। আপনি কিছুই জানেন না। বসে পড়ুন এবং শুনুন।”

 

নীতীশকে কটাক্ষ তেজস্বী যাদব বলেন, “মহিলাদের সম্পর্কে সস্তা, অপ্রত্যাশিত, অশালীন এবং নিম্নমানের মন্তব্য করা নীতীশ কুমারের অভ্যাসে পরিণত হয়েছে।