বেঙ্গালুরু: যুদ্ধ হোক বা জঙ্গিদমন, যেকোনও ধরনের অভিযানে যাওয়ার জন্য সবদিক থেকে তৈরি ‘তেজস’। ভারতীয় বায়ুসেনায় এই অত্যাধুনিক যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি এখন স্রেফ সময়ের অপেক্ষা। বেঙ্গালুরুর এরো শো ২০১৯ অনুষ্ঠানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের তৈরি এই যুদ্ধবিমানকে ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট (এফওসি) দেয় ভারতীয় সামরিক বিমান নিয়ামক সংস্থা সিইএমআইএলএসি।
ভারতীয় বায়ুসেনার চিফ অব এয়ার স্টাফ বীরেন্দ্র সিং ধানোয়ার হাতে ওই সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রতিরক্ষা সচিব অজয় কুমারের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধানোয়া জানান, চূড়ান্ত ছাড়পত্র পাওয়াটা এলসিএ তেজসের কাছে একটা বড় মাইলস্টোন। এই যুদ্ধবিমানের কার্যকারিতা অপরিসীম। নির্ভুল নিশানায় লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার পরীক্ষাতে একাধিকবার সফলভাবে উত্তীর্ণ হয়েছে তেজস। তিনি আরও জানান, শেষবার গত ১৬ ফেব্রুয়ারি রাজস্থানের পোখরানে একটি মহড়ায় আকাশ থেকে মাটিতে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করা এবং উড়ন্ত অবস্থায় মাঝ-আকাশে জ্বালানি ভরার পরীক্ষায় পাশ করে তেজস।