নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না প্রাক্তন বিএসএফ কনস্টেবল তেজবাহাদুর যাদব৷ বৃহস্পতিবার তেজবাহাদুরের আবেদন খারিজ হয়ে যায় দেশের শীর্ষ আদালত৷ ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার তেজ বাহাদুরের নথিপত্রে অসংগতির অভিযোগ তুলে তেজবাহাদুরের মনোনয়ন খারিজ করে দেন৷ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন প্রাক্তন ওই বিএসএফ কনস্টেবল৷ শীর্ষ আদালত বুধবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল তেজবাহাদুরের আবেদন ফের খতিয়ে দেখে বিষয়টি আদালতে জানাতে৷ সেই আবেদন খতিয়ে দেখে আবেদন খারিজ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷
তেজবাহাদুর যাদব বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সপ্তাহে রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন খারিজ করে দেন। সোমবার নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি থেকে বরখাস্ত হওয়া বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। তিনি বারাণসী লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়ার জন্য সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।
২০১৭ সালে অনলাইনে একটি ভিডিও পোস্ট করে বাহিনীর নিম্নমানের খাবার সম্পর্কে অভিযোগ জানিয়েছিলেন। যাদব তাঁর আবেদনে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অযৌক্তিক ও পক্ষপাতদুষ্ট। সমাজবাদী পার্টি প্রথমে বারাণসী আসনে তাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিল শালিনী যাদবের। পরে মত পরিবর্তন করে তারা তেজবাহাদুর যাদবের নাম ঘোষণা করে। গত বুধবার নির্বাচন কমিশন যাদবের মনোনয়ন বাতিল করে। বারাণসীর রিটানিং অফিসার জানিয়েছেন, তিনি যে দু’সেট মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তার মধ্যে অসঙ্গতি রয়েছে। কমিশনের তরফে পক্ষপাতের অভিযোগ তুলে মোদির বিরুদ্ধে ভোটে লড়ার অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন তেজবাহাদুর৷