ভারতের জাতীয় পতাকা হাতে একি করলেন তসলিমা?

নয়াদিল্লি: এবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন৷ নিজের দিল্লির ফ্ল্যাটে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তসলিমা৷ সে ছবি ফেসবুকে পোস্টও করেছেন তিনি৷ তসলিমা লেখেন, ‘‘১৬ ডিসেম্বর এলে ছোটবেলায় বাড়ির ছাদে পতাকা ওড়াতাম। পাকিস্তানি শাসকের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। সে পতাকা ছিল সবুজ, সবুজের ভেতর লাল সূর্য। আজ ১৫ অগস্ট সকালে বাড়ির

ভারতের জাতীয় পতাকা হাতে একি করলেন তসলিমা?

নয়াদিল্লি: এবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন৷ নিজের দিল্লির ফ্ল্যাটে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তসলিমা৷ সে ছবি ফেসবুকে পোস্টও করেছেন তিনি৷

তসলিমা লেখেন, ‘‘১৬ ডিসেম্বর এলে ছোটবেলায় বাড়ির ছাদে পতাকা ওড়াতাম। পাকিস্তানি শাসকের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। সে পতাকা ছিল সবুজ, সবুজের ভেতর লাল সূর্য। আজ ১৫ অগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের দিশি শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম। তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।’’

বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের ভারতে থাকার অনুমতি ইতিমধ্যেই আরও এক দফায় বাড়ানোর ছাড়পত্র দিয়েছে কেন্দ্র৷ সুইডেনের নাগরিক তসলিমা ২০০৪ সাল থেকে ভারতে বসবাসের অনুমতি পান৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, তসলিমার ভারতে বসবাসের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত বাড়ানো হয়েছে৷ গত সপ্তাহে ৫৬ বছরের ওই লেখিকার বসবাসের মেয়াদ বাড়ানো হয়েছিল তিন মাস৷ তখনই তিনি ট্যুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেন মেয়াদ এক বছর বাড়াতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *