দেশে প্রথম করোনাক্রান্ত জনপ্রতিনিধির মৃত্যু, উদ্বেগ বাড়ছে নেতৃত্বের অন্দরে

দেশে প্রথম করোনাক্রান্ত জনপ্রতিনিধির মৃত্যু, উদ্বেগ বাড়ছে নেতৃত্বের অন্দরে

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ আনলক ওয়ান পর্ব শুরু হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ এবার দেশের প্রথম কোনও করোনা আক্রান্ত জনপ্রতিনিধির মৃত্যু হল৷

করোনা আক্রান্ত হলে এবার মৃত্যু হল ডিএমকে বিধায়কের৷ করোনা আক্রান্ত তামিলনাড়ুর ডিএমকে বিধায়ক জে আনবাঝগণের মৃত্যু হয়েছে৷ ২ জুন তিনি প্রবল জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ৩ জুন থেকে ভেন্টিলেশনে রাখা হয়৷ সোমবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ পরে আজ সকালে তামিলনাড়ুর ডিএমকে বিধায়কের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ডিএমকে শিবিরে৷ এই প্রথম দেশে কোনও জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন৷

অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন ‘রাজকুমার’ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ একই সঙ্গে তাঁর মাও আক্রান্ত হয়েছেন৷ দু'জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ জ্বর-সর্দি-কাশি হওয়ায় নিজে থেকে আইসোলেশনে চলে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ গতকাল তাঁর নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷ করোনা আক্রান্ত হয়েছেন বাংলার ২ বিধায়ক৷ তাঁদের মধ্যে একজন মন্ত্রী রয়েছে৷ দু’জন হাসপাতালে ভর্তি৷ তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 5 =