সমুদ্রের সঙ্গে কথা, সৈকতে কবিতা লিখলেন নমো

চেন্নাই: প্রাতঃভ্রমণে বেরিয়ে মল্লারপুরমের সমুদ্র সৈকত সাফাই অভিযানে নেমেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ সেই ভিডিও গোটা দেশজুড়ে ভাইরাল হয়েছে৷ প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের৷ প্রায় আধঘণ্টা সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে পরিবেশ সচেতনতার পাঠ দিয়েছেন মোদি৷ এবার সমুদ্রসৈকতে সাফাই অভিযান ঘিরে কবিতা লিখলেন নমো৷ টুইটারে নিজের লেখা কবিতা পোস্ট করেছেন তিনি৷ হিন্দিতে কবিতা লিখে টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন,

চেন্নাই: প্রাতঃভ্রমণে বেরিয়ে মল্লারপুরমের সমুদ্র সৈকত সাফাই অভিযানে নেমেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ সেই ভিডিও গোটা দেশজুড়ে ভাইরাল হয়েছে৷ প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের৷ প্রায় আধঘণ্টা সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে পরিবেশ সচেতনতার পাঠ দিয়েছেন মোদি৷ এবার সমুদ্রসৈকতে সাফাই অভিযান ঘিরে কবিতা লিখলেন নমো৷ টুইটারে নিজের লেখা কবিতা পোস্ট করেছেন তিনি৷

হিন্দিতে কবিতা লিখে টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘এই সমুদ্রের সঙ্গে কথোপকথন আমার অনুভূতির বহন করছে৷ এই অনুভূতিকে কবিতার রূপে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে গর্বিত হচ্ছি৷’ আট পঙক্তির এই কবিতায় সূর্য থেকে সমুদ্র সম্পর্কে নিজের শিল্পভাবনা ফুটিয়ে তুলেছেন৷ কবিতায় দূষণের যন্ত্রণার কথা বিস্তারিত তুলে ধরেছেন নমো৷ একইসঙ্গে কবিতার মধ্য দিয়ে সাগরকে প্রণাম জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী৷ সমুদ্রকে দূষণমুক্ত করার বিষয়ে কবিরা প্রতি ছত্রে ছত্রে তা উঠে এসেছে মোদির কলমে৷

সমুদ্র সৈকত সাফাই অভিযান পর্বের ভিডিও গোটা দেশজুড়ে ভাইরাল হওয়ার পাশাপাশি এবার মোদির লেখা কবিতাও সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে৷ যদিও এই নিয়ে শুরু হয়েছে চর্চা৷ মোদির এই অভিযান ‘নাটক’ বলেও কটাক্ষ করেছেন তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেসের সভাপতি৷ প্রধানমন্ত্রী সমুদ্র সাফাই অভিযানকে নাটক বলে উল্লেখ করেছেন তিনি৷ একইসঙ্গে সমুদ্রসৈকতে প্রধানমন্ত্রী আবর্জনা সাফাইকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রীর সফরের সময় সমুদ্র সৈকত-সহ হোটেল চত্বরে পরিষ্কার করা হয়েছিল৷ কিন্তু হঠাৎ কী করে তিনি সমুদ্র সৈকত সাফাই করতে গেলেন? কীভাবে তাঁর চোখে আবর্জনা ধরা পড়ল? এই নিয়ে শুরু হয়েছে তরজা৷ যদিও গোটা বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব৷ তাঁদের দাবি প্রধানমন্ত্রী আদতে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই ঘটনা ঘটিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + two =